
গাইবান্ধার সাদুল্লাপুরে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ!
HindusNews ডেস্ক :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট আলিনগর গ্রামে এক বৃদ্ধা নারীকে কৃষিজমিতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলিনগর গ্রামের ৭০ বছর বয়সী শাহিদা বেগম, সাত সন্তানের জননী ও ফেলান শেখের স্ত্রী। ঘটনার দিন দুপুরে তিনি বাড়ির পাশে ছাগল আনতে গিয়েছিলেন। সেই সময় প্রতিবেশী আইয়ুব আলী (দুই সন্তানের জনক) ওই নারীকে নির্জন জায়গায় একা পেয়ে রশি দিয়ে বেঁধে ফেলে এবং কৃষিজমিতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
বৃদ্ধার আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করেন। স্থানীয়রা জানান, শাহিদা বেগমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে সবাই হতবাক হয়ে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর থেকেই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শত শত নারী-পুরুষ দোষী ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনাস্থলে পৌঁছে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন সরকার সাংবাদিকদের জানান,
“আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান চলছে।”
এলাকাবাসী জানান, যখন বৃদ্ধাকে হাসপাতালে তোলা হচ্ছিল, তখন তার বৃদ্ধ স্বামীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন,দৃশ্যটি উপস্থিত সবার হৃদয় বিদীর্ণ করে।
এলাকায় এখনো শোক ও ক্ষোভের মিশ্র আবহ বিরাজ করছে। সচেতন নাগরিকরা বলছেন,
“৭০ বছরের একজন নারী এভাবে লাঞ্ছিত হবেন—এটা কল্পনাতীত। প্রশাসনের উচিত দ্রুত বিচার নিশ্চিত করা।”