
খুলনার দাকোপে চুনকুড়ি নদী থেকে আশীষ সরকারের বস্তাবন্দি লাশ উদ্ধার!
নিজস্ব প্রতিবেদক :
খুলনা জেলার দাকোপ উপজেলার চুনকুড়ি নদীতে এক বস্তাবন্দি মরদেহ ভেসে উঠেছে। পরে উদ্ধারকৃত মরদেহের পরিচয় মেলে নড়াইল জেলার ৮নং বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি ৪নং ওয়ার্ডের বাসিন্দা আশীষ সরকার (৪৫) হিসেবে। নিখোঁজের এক সপ্তাহ পর তার এভাবে লাশ উদ্ধার হওয়ায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গেছে, আশীষ সরকার গত ১৪ অক্টোবর (মঙ্গলবার) রাতে আনুমানিক ১১টার দিকে নিজ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। এরপর আত্মীয়-স্বজন মিলে নানা স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে আজ মঙ্গলবার দুপুরে দাকোপের চুনকুড়ি নদীতে স্থানীয়রা একটি বস্তা ভাসতে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন। প্রশাসনের সহযোগিতায় বস্তাটি তোলা হলে ভিতরে আশীষ সরকারের নিথর দেহ পাওয়া যায়।
এ ঘটনায় শোক ও ক্ষোভে ভরে গেছে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা জানান, আশীষ সরকার একজন নিরীহ, সাদা মনের মানুষ ছিলেন, যিনি কারও সঙ্গে কোনো বিরোধে জড়াতেন না। এমন একজন মানুষকে এভাবে হত্যা করা অত্যন্ত নৃশংস ও অমানবিক। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একজন প্রত্যক্ষদর্শী জানান, “নদীতে একটা বড় বস্তা ভাসতে দেখে আমরা কাছে যাই। কাছে গিয়েই বুঝি কিছু একটা অস্বাভাবিক। পরে পুলিশ এসে বস্তাটি তুলে ভিতরে মরদেহ উদ্ধার করে। পরে জানতে পারি, এটি আশীষ সরকারের লাশ।”
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আশীষ সরকার নিখোঁজ হওয়ার পর থেকে দিন-রাত খুঁজেছেন, প্রার্থনা করেছেন তার ফিরে আসার জন্য। কিন্তু শেষ পর্যন্ত তারা ফিরে পেয়েছেন শুধুমাত্র তার দেহ। পরিবারের এক সদস্য বলেন, “আমরা জানি না কারা এমন ঘৃণ্য কাজ করল, কেন করল। শুধু প্রার্থনা করছি, যেন ঈশ্বর আমার মাসির পরিবারকে এই কঠিন সময় পার করার শক্তি ও সান্ত্বনা দান করেন।”