
ফুলবাড়ীতে শিক্ষক অজিত কুমার মন্ডল লাঞ্ছিত: মৃত্যু সনদ তুলতে গিয়ে গ্রাম পুলিশের হামলা
প্রতিবেদক:শুভ চন্দ্র রায়।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নে মৃত্যু সনদ তুলতে গিয়ে গ্রাম পুলিশের হাতে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন অজিত কুমার মন্ডল নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
ঘটনাটি ঘটে গত ১৯ অক্টোবর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। পরে সোমবার (২১ অক্টোবর) দুপুরে ওই শিক্ষক সংশ্লিষ্ট গ্রাম পুলিশের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দেন।
ভুক্তভোগী অজিত কুমার মন্ডল কুরমুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং কুরমুট গ্রামের মৃত অমূল্য চন্দ্র মন্ডলের ছেলে।
অজিত কুমারের অভিযোগ, তার মামা অনন্ত কুমার অসুস্থ হয়ে গত ১৫ অক্টোবর মারা যান। এরপর মৃত্যু সনদ নিতে তিনি ইউনিয়ন পরিষদে গেলে সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ মঞ্জুরুল ইসলাম অজানা কারণে স্বাক্ষর না করে নানা অজুহাত দেখাতে থাকেন। বিষয়টি তিনি ইউএনওকে জানালে গ্রাম পুলিশ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর ও অপমান করেন এবং অফিস থেকে বের করে দেন।
অজিত কুমারের দাবি, ইউপি চেয়ারম্যান নাজমুস সাখির বাবলুকে ঘটনাটি জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। ফলে সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দাখিল করেন।
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এদিকে ঘটনার পর থেকে গ্রাম পুলিশ মঞ্জুরুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান নাজমুস সাখির বাবলুর ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, এবং ইউনিয়ন অফিসেও তাদের পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।