
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ মৌলভীবাজার জেলা শাখার ৩য় বর্ষপূর্তি ও দামোদর মাস উপলক্ষে বৈষ্ণব সেবা অনুষ্ঠান
শান্ত পাল, মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আগামী ৩১শে অক্টোবর ২০২৫, শুক্রবার (১৩ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ) দামোদর মাস উপলক্ষে এবং সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে এক বৈষ্ণব সেবা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে শ্রীমঙ্গল রোডের জগন্নাথপুরে অবস্থিত শ্রী শ্রী গোবিন্দ জিউ-র আখড়ায়। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এলাকার সকল ভক্ত, শুভানুধ্যায়ী, সমাজসেবক ও অতিথিদের উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানের শুরু হবে ভোর ৪টা ০১ মিনিটে মঙ্গল আরতি দিয়ে। সকাল ১০টা ০১ মিনিটে সমবেত কণ্ঠে গীতা পারায়ণ এবং ১১টা ০১ মিনিটে ভাগবতী আলোচনা অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টা ০১ মিনিটে মহাপ্রভুর ভোগরাগ ও ১টা ৩০ মিনিটে প্রয়াত দিলীপ রাজভর-এর আত্মার শান্তি কামনায় শোকসভা অনুষ্ঠিত হবে।
এছাড়া দুপুর ২টা ০১ মিনিটে আলোচনা সভা, ২টা ৩০ মিনিটে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ৩টা ০১ মিনিটে মহা প্রসাদ বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হবে।
সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) শ্রী সাগর দাশ ও সাধারণ সম্পাদক শ্রী শান্ত পাল জানান,
“এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য — ভক্তদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি, বৈষ্ণব সেবা ও ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া। আমরা চাই তরুণ প্রজন্ম সনাতন ধর্মের মহিমা ও সেবার চেতনায় উদ্বুদ্ধ হোক।”
📞 যোগাযোগ:
শ্রী সাগর দাশ, সভাপতি (ভারপ্রাপ্ত) — ০১৩১০-২৩৬৩৯৪
শ্রী শান্ত পাল, সাধারণ সম্পাদক — ০১৬০১-৯৭৩৫১৫
আয়োজনে: বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, মৌলভীবাজার জেলা শাখা।