
ওভাল অফিসে পবিত্র দীপাবলির দীপ জ্বালালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক :
ওয়াশিংটন ডিসি: আলোর উৎসব দীপাবলি উপলক্ষে হিন্দু, জৈন, শিখ ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে হোয়াইট হাউসের ওভাল অফিসে নিজ হাতে পবিত্র দীপ জ্বালালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই উপলক্ষে ট্রাম্প বলেন—
> “দীপাবলি হলো আলোর জয়, মন্দের পরাজয় এবং অজ্ঞতার উপর জ্ঞানের বিজয়ের প্রতীক। আমেরিকা ও বিশ্বের সকল প্রান্তে যে হিন্দু, জৈন, শিখ ও বৌদ্ধরা এই উৎসব উদ্যাপন করছেন, তাঁদের জানাই আন্তরিক শুভেচ্ছা।”
তিনি আরও বলেন,
> “দীপাবলি উদ্যাপন আমাদের মনে করিয়ে দেয় আমেরিকার ধর্মীয় স্বাধীনতার মূল আদর্শকে। আমাদের সংবিধান প্রতিটি নাগরিককে তার নিজস্ব ধর্মবিশ্বাস পালনের অধিকার দিয়েছে—এবং আমরা সেই অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।”
ওভাল অফিসে দীপ জ্বালানোর এই প্রতীকী মুহূর্তে উপস্থিত ছিলেন হোয়াইট হাউসের কর্মকর্তারা এবং মার্কিন প্রশাসনের কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত সদস্য। দীপ প্রজ্বলনের পর ট্রাম্প বলেন, “আমরা আলোর উৎসব উদ্যাপন করছি, যা আমাদের শেখায় ঐক্য, ভালোবাসা এবং জ্ঞানের পথ অনুসরণ করতে।”
ট্রাম্পের হাতে দীপ প্রজ্বলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাসে ফেটে পড়েন মার্কিন হিন্দু সম্প্রদায় ও প্রবাসী ভারতীয়রা। তাঁরা একে আমেরিকার ইতিহাসে ধর্মীয় সহাবস্থানের এক অনন্য প্রতীক বলে উল্লেখ করেন।
হোয়াইট হাউসে দীপাবলি উদ্যাপন শুরু হয়েছিল সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে, পরে বারাক ওবামা সেই প্রথাকে আরও এগিয়ে নিয়ে যান। ডোনাল্ড ট্রাম্পও সেই ঐতিহ্য ধরে রেখে আমেরিকায় বহুধর্মীয় ঐক্যের বার্তা পৌঁছে দিলেন নতুনভাবে।