
শিবচরের ভদ্রাসনে ২০০ বছরের ঐতিহ্যবাহী কালীপূজা ও মেলা শুরু।
মাদারীপুর শিবচর প্রতিনিধি।সাগর কর্মকার।
মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নে শুরু হয়েছে প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী কালীপূজা ও মেলা। প্রতিবছরের মতো এবারও পূজা উপলক্ষে গ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলা কার্তিক মাসে এই কালীপূজাকে ঘিরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী ভিড় জমায় ভদ্রাসনে। ভক্তরা মা কালীর প্রতি প্রণাম নিবেদন ও পূজা অর্চনা করেন। পূজা উপলক্ষে কয়েকদিন ধরে চলে এই মেলা, যেখানে বিভিন্ন পণ্যের দোকান, নাগরদোলা, খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন থাকে।
স্থানীয়দের মতে, প্রায় দুই শতাব্দী আগে এই পূজা ও মেলার সূচনা হয় স্থানীয় জমিদার পরিবারের উদ্যোগে। সময়ের সঙ্গে সঙ্গে এটি এখন ভদ্রাসন ইউনিয়নের সামাজিক ও ধর্মীয় ঐতিহ্যে পরিণত হয়েছে।
ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, এই পূজা ও মেলা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি এখন গ্রামীণ সংস্কৃতির অংশ হয়ে গেছে। আমরা নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা নিয়ে সব ব্যবস্থা করেছি।”
মেলাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে উঠেছে ভদ্রাসনসহ আশপাশের গ্রামগুলো।