
কাকদ্বীপে ‘মা কালী’কে গ্রেফতার! ভক্তদের বাধা উপেক্ষা করে প্রতিমা তুলে নিল পুলিশ
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের উত্তর চন্দনপুরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ, স্থানীয় মন্দির প্রাঙ্গণে পূজার পর ‘মা কালী’র প্রতিমাটি হঠাৎ করেই পুলিশের পিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ বাহিনী। এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান উপস্থিত ভক্ত ও পুণ্যার্থীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে কে বা কারা ওই এলাকার কালীমূর্তির মুন্ড কেটে নিয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে দেয়। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত মূল অপরাধীদের গ্রেফতার করতে পারেনি। বরং, আজ সকালে হঠাৎ করেই পুলিশ এসে পূজিত প্রতিমাটি জোরপূর্বক ভ্যানে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
ভক্তরা এসময় পুলিশের সামনে বাধা দিতে চেষ্টা করলেও, কোনো ফল হয়নি। একাধিক মহিলা ভক্ত ও পুরুষ ভক্ত কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের এই আচরণে তাদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত লেগেছে।
অনেকেই প্রশ্ন তুলেছেন— “অপরাধীদের না ধরে ‘মা কালী’কে কেন গ্রেফতার করা হলো?”
এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে ঘিরে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।
প্রসঙ্গত, এ বছর বাংলাদেশের হিন্দুরা তুলনামূলকভাবে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা ও কালীপূজা উদযাপন করলেও, পশ্চিমবঙ্গে একের পর এক পূজামণ্ডপে প্রশাসনিক হস্তক্ষেপ ও বিতর্কিত ঘটনার অভিযোগ উঠছে।
স্থানীয় হিন্দু সংগঠনগুলো এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।