
কালকিনিতে কুন্ডুবাড়ির ঐতিহ্যবাহী মেলা পরিদর্শনে পুলিশ সুপার
মাদারীপুর শিবচর প্রতিনিধি: সাগর কর্মকার
মাদারীপুরের কালকিনি পৌরসভার ভূরঘাটায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
বৃহস্পতিবার বিকেলে তিনি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পুলিশ সুপার মেলার বিভিন্ন স্টল ও এলাকা পরিদর্শনকালে উপস্থিত কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি বলেন, “এ ধরনের ঐতিহ্যবাহী মেলা আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও স্থানীয় প্রশাসন ও জনসাধারণকে আইনশৃঙ্খলা বজায় রেখে আনন্দঘন পরিবেশে মেলা উপভোগের আহ্বান জানান।
প্রসঙ্গত, শতবর্ষের ঐতিহ্যবাহী এই কুন্ডুবাড়ির মেলাকে ঘিরে প্রতি বছরই হাজারো মানুষ ভিড় জমায়, যা কালকিনির একটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।