আবারও ইসকনের নামে অপপ্রচার: গুজব ও ষড়যন্ত্রের নিন্দা জানালো ইসকন বাংলাদেশ

5 week ago
VIEWS: 1688

নিজস্ব প্রতিবেদক :

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে ইসকন বাংলাদেশকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী মিথ্যা তথ্য, ভুয়া পরিচয় ও বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে হিন্দু সম্প্রদায়, বিশেষত ইসকনের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে সংস্থাটি।

ইসকন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়—
ইসকন (International Society for Krishna Consciousness) একটি আন্তর্জাতিক, অরাজনৈতিক, অহিংস, ধর্মীয় ও সামাজিক সংগঠন। এর প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ।
সংস্থাটির মূল লক্ষ্য হলো ভগবদ্গীতার আদর্শ প্রচার, নৈতিকতা, সমাজসেবা, শান্তি, সহমর্মিতা ও ধর্মীয় সম্প্রীতির প্রসার।

সংস্থার বিবৃতিতে বলা হয়,

“কিছু ব্যক্তি ও গোষ্ঠী ইসকন ভক্তদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দিচ্ছে। যেকোনো হিন্দু ব্যক্তি যদি কোনো আইনবিরোধী ঘটনার সাথে যুক্ত হয়, তাকে ‘ইসকন সদস্য’ হিসেবে প্রচার করা হচ্ছে। এমনকি বিভ্রান্তি ছড়িয়ে ইসকন নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে, যা দেশে অস্থিরতা সৃষ্টি ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের এক পরিকল্পিত নীলনকশা।”

ইসকন বাংলাদেশ আরও জানায়, সংগঠনটি সর্বদা দেশের সরকার, আইন, সংবিধান ও প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানায়— এসব গুজব, অপপ্রচার ও হুমকির বিরুদ্ধে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে, যাতে দেশের সার্বিক শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে।

বিবৃতিতে আরও বলা হয়,
ইসকন বাংলাদেশের সকল ভক্ত ও অনুসারী ভগবদ্গীতার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে শান্তিপূর্ণভাবে ধর্মচর্চা ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

সংস্থাটি দেশের সর্বস্তরের মানুষকে আহ্বান জানায়—

“সত্য যাচাই করুন, গুজবে কান দেবেন না, শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।”

ইসকন বাংলাদেশ বিশ্বাস করে, বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এক শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারবে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন