
জোরারগঞ্জে দুই স্কুলছাত্রী নিখোঁজ, পরিবারে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন—দিপ্তী দাশ (পিতা: তপন দাশ, মাতা: ববিতা দাশ) এবং একই গ্রামের সুস্মিতা দাশ (পিতা: রতন দাশ, মাতা: ভানু দাশ)।
পরিবার সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর (সোমবার) সকাল ১০টার দিকে তারা একসাথে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারসহ স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
নিখোঁজ দুই কিশোরীর সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি যদি তাদের খোঁজ পান, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে—
📞 01820-222659
📞 01813-820285
ঠিকানা: গোবিন্দপুর, জোরারগঞ্জ, মিরসরাই, চট্টগ্রাম।