
আসছে বাংলাদেশের ঋষিকুম্ভ ও কুম্ভমেলা: সপ্তাহ খানেকের মধ্যেই ঘোষণা হবে আনুষ্ঠানিক তারিখ
প্রতিবেদক: হৃদয় দাশ, কক্সবাজার | HindusNews Desk
বাংলাদেশে শুরু হতে যাচ্ছে অন্যতম বৃহত্তম ধর্মীয় ও আধ্যাত্মিক মহোৎসব — আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা ২০২৬। ভারতের ঐতিহাসিক অমৃত কুম্ভের আদলে বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী ঋষিধামে প্রতিবছরের মতো এবারও আয়োজিত হতে যাচ্ছে এই মহামেলা।
শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ প্রবর্তিত এই আধ্যাত্মিক উৎসবের এটি হবে ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা, যা আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, সপ্তাহখানেকের মধ্যেই আনুষ্ঠানিকভাবে মেলার তারিখ ঘোষণা করা হবে।
প্রতি তিন বছর অন্তর অন্তর এই কুম্ভমেলা অনুষ্ঠিত হয়, যেখানে লক্ষাধিক ভক্ত, সাধক, সন্ন্যাসী ও ত্যাগী মুনি-ঋষিদের মিলন ঘটে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মানুষদের অংশগ্রহণে ঋষিধাম রূপ নেয় এক বিশাল আধ্যাত্মিক সমাবেশে।
অন্যান্য বছরের মতো এবারও ঋষিধাম পরিচালনা কমিটি “শ্রীগুরু সংঘ” আয়োজনে এই মহোৎসব অনুষ্ঠিত হবে। মেলার মূল পূজার্চনা ও আধ্যাত্মিক অনুষ্ঠানমালার পৌরহিত্যে দায়িত্ব পালন করবেন ঋষিধাম ও তুলসীধামের পূজনীয় মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।
মেলায় থাকবে গঙ্গাস্নান, পূজার্চনা, গীতাযজ্ঞ, ধর্মসভা, বৈদিক আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আধ্যাত্মিক আয়োজন। এছাড়াও সন্ন্যাসী ও সাধু-ঋষিদের সন্নিধানে দেশজুড়ে ভক্তদের মধ্যে তৈরি হবে ভক্তি ও ঐক্যের পরিবেশ।
উৎসবের সার্বিক সহযোগিতায় থাকবে ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ। আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ ভক্ত ও নাগরিককে আগাম শুভেচ্ছা জানানো হয়েছে।