
গাজীপুরে মুফতি অপহরণ: তদন্তে ইসকনের সম্পৃক্ততার প্রমাণ পায়নি পুলিশ
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজীর অপহরণের ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) জানিয়েছে—তদন্ত এখনও চলমান, এবং এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্দেহাতীতভাবে দায়ী করার মতো পর্যাপ্ত প্রমাণ মেলেনি।
শনিবার (২৫ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জিএমপি জানায়, “মুফতি মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজীকে অপহরণের বিষয়ে টঙ্গী পূর্ব থানায় নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম শুরু করে। তবে তদন্তের এ পর্যায়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্দেহাতীতভাবে দায়ী করার মতো সাক্ষ্য-প্রমাণ এখনও পাওয়া যায়নি।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “মামলাটি পুলিশ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তাড়াহুড়ো করে কোনো পক্ষকে দায়ী না করে, তদন্ত সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে।”
জিএমপি’র পক্ষ থেকে জানানো হয়, তারা সকলের সহযোগিতা কামনা করছে যাতে এই রহস্যজনক ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করা যায়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গুজব বা অনুমাননির্ভর কোনো তথ্য প্রচার না করার আহ্বানও জানানো হয়েছে।
এর আগে, টঙ্গীর বিটিসিএল কলোনির মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ মোহেববুল্লাহ নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দেয়। পরে তাকে উদ্ধার করা হলেও অপহরণের পেছনে কারা জড়িত ছিল—তা এখনও স্পষ্ট নয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনারের স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তিটি জিএমপি’র ওয়েবসাইট (www.gmp.gov.bd) ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে