
“এবার পূজায় প্রমাণিত হয়েছে সংখ্যালঘুরা আমাদের কাছে নিরাপদ” — হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “ভারত বারবার দেখানোর চেষ্টা করেছে যে এ দেশের সংখ্যালঘুরা শেখ হাসিনা ছাড়া নিরাপদ নয়। কিন্তু এবারের দুর্গাপূজা প্রমাণ করেছে, সংখ্যালঘুরা আমাদের কাছেই নিরাপদ।”
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “ভারত আমাদের থেকে শিক্ষা নিতে পারে—কীভাবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হয়, কীভাবে সম্প্রীতির পরিবেশে রাষ্ট্র পরিচালনা সম্ভব হয়। এই পূজায় দেশজুড়ে উৎসবমুখর পরিবেশই তার প্রমাণ।”
তিনি আরও বলেন, “এনসিপি ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থায় প্রাসঙ্গিকতা ও মূল্যবোধ ফিরিয়ে আনা হবে। শেখ হাসিনা শিক্ষার্থীদের জিপিএ-ফাইভের প্রণোদনা দিয়ে যে মূল্যবোধ কেড়ে নিয়েছিলেন, এনসিপি সেটি ফিরিয়ে আনবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে সবাইকে কোনো না কোনো প্রণোদনা দিয়ে ফ্যাসিজম টিকিয়ে রেখেছিলেন।”
সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, “দেশ চলবে সম্প্রীতির ভিত্তিতে, শিক্ষাব্যবস্থায় সেই চেতনা বিরাজ করবে। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমানভাবে নিরাপদ ও সম্মানিত থাকবে।”
সেমিনারে এনসিপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।