বিশেষ কীর্তনমেলা ও হরিসভা — ঢাকেশ্বরী মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হবে রাস পূর্ণিমা ১৪৩২

5 week ago
VIEWS: 253

সবুজ দত্ত, ঢাকা প্রতিনিধি:


শ্রীশ্রী রাধাকৃষ্ণের পবিত্র রাস পূর্ণিমা ১৪৩২ উপলক্ষে আগামী ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এক বিশেষ কীর্তনমেলা ও হরিসভা

অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ। বিকাল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে ধর্মীয় গীত, ভজন ও কীর্তনের মধ্য দিয়ে এই পবিত্র অনুষ্ঠানের শুভ সূচনা। রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ভক্তবৃন্দের অংশগ্রহণের প্রত্যাশা করছে আয়োজকরা।

আয়োজক সূত্রে জানা যায়, ভক্তিমূলক সংগীত, নামসংকীর্তন ও আধ্যাত্মিক আলোচনার মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে উঠবে ধর্মীয় ভাবগাম্ভীর্যে।

রাত সাড়ে নয়টায় প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান ভক্তদের মধ্যে সনাতন ঐক্য, ভক্তি ও ধর্মীয় অনুশাসনকে আরও দৃঢ় করে তোলে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন