
সূর্যদেবের আরাধনায় গোটা হিন্দু সমাজের উল্লাস — পবিত্র ছট পূজা পালিত
ধর্ম ও সংস্কৃতি ডেস্ক | হিন্দুস নিউজ | ঢাকা প্রতিনিধি
বাংলাদেশসহ সমগ্র ভারতবর্ষে আজ গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে পালিত হচ্ছে সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পবিত্র ছট পূজা। অনেকে এই উৎসবকে কেবল বিহারিদের ধর্মীয় অনুষ্ঠান বলে মনে করলেও বাস্তবে ছট পূজা গোটা হিন্দু সমাজের জন্য এক পবিত্র আরাধনা — সূর্যদেব ও উষা দেবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক ঐতিহ্যবাহী আয়োজন।
প্রাচীনকাল থেকেই ছট পূজা পালিত হয়ে আসছে মানব জীবনের কল্যাণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে। এই দিনে ভক্তরা নদী, হ্রদ বা পুকুরের জলে দাঁড়িয়ে অস্তগামী ও উদীয়মান সূর্যকে অরঘ্য প্রদান করেন। উপবাস, নিরামিষ আহার, ব্রত ও প্রার্থনার মাধ্যমে সূর্যদেবের প্রতি আত্মসমর্পণ করেন ভক্তরা।
ভারতের বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডসহ দেশের বিভিন্ন প্রান্তে যেমন এই উৎসব ব্যাপক উৎসাহে পালিত হয়, তেমনি সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমবঙ্গ, ওড়িশা, দিল্লি এমনকি বাংলাদেশেও ছট পূজার জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
ধর্মবিশারদদের মতে, হিন্দু ধর্মে সূর্যদেব একমাত্র দেবতা যিনি দৃশ্যমান এবং যিনি প্রতিদিন আলো ও জীবন দান করেন। তাই তাঁর আরাধনা কেবল আঞ্চলিক নয়, বরং এটি সমগ্র হিন্দু সমাজেরই এক পবিত্র সাধনা।
যেমন বাংলায় দুর্গাপূজা বা মহারাষ্ট্রে গণেশ উৎসব আঞ্চলিকভাবে বেশি গুরুত্ব পায়, কিন্তু বাস্তবে সেগুলো গোটা সনাতনী সমাজেরই উৎসব। তেমনি ছট পূজাও কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, এটি সমগ্র হিন্দু সমাজের ঐক্য, কৃতজ্ঞতা ও ভক্তির প্রতীক।
ছট ব্রত পালনকারী এক ভক্ত বলেন—
“সূর্যদেব আমাদের জীবনের আলোক উৎস। এই পূজার মাধ্যমে আমরা তাঁর কাছে প্রার্থনা করি যেন পৃথিবী থেকে অন্ধকার, দুঃখ ও অসুস্থতা দূর হয়।”
পবিত্র ছট পূজা উপলক্ষে হিন্দুস নিউজ পরিবারের পক্ষ থেকে সারা বিশ্বের সনাতনী সমাজকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
সূর্যদেবের আলো ছড়িয়ে পড়ুক সকলের জীবনে — জয় সূর্যদেব, জয় সনাতন ধর্ম!