
চট্টগ্রামে ভুয়া সাংবাদিক চক্রের বিরুদ্ধে ছাত্র আন্দোলন সমন্বয়কের অভিযোগ
বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রামে ছাত্র আন্দোলনের নামে সক্রিয় এক চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন “২০২৪ ছাত্র আন্দোলন সমন্বয়ক”। তিনি দাবি করেছেন, সম্প্রতি কিছু ভুয়া সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি ছাত্রদের ওপর নির্যাতন চালিয়ে, চাঁদাবাজি ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত হয়েছেন।
সমন্বয়ক জানান, গত ৩ ও ৪ আগস্ট চট্টগ্রামের নিউ মার্কেট, মুরাদপুর ও বদ্দারহাট এলাকায় ছাত্রদের ওপর এই ভুয়া সাংবাদিক চক্র নির্যাতন চালায়। তারা স্থানীয় এমপি, কাউন্সিলর ও পরিবহন সংগঠনের নেতাদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া, ৫ আগস্ট হিন্দু নির্যাতন ঘটনার পর চিন্ময় প্রভুর গ্রেফতার প্রক্রিয়ার পেছনেও একই চক্রের হাত রয়েছে বলে দাবি করেন তিনি। অভিযোগে বলা হয়, চিন্ময় প্রভুর সহযোগী ও সনাতন জাগরণ মঞ্চের সদস্যদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়েছে তারা। এমনকি, জঙ্গিবাদে জড়িত গোষ্ঠীর পক্ষে তথ্য পাচার করারও অভিযোগ ওঠে।
সমন্বয়কের ভাষ্য অনুযায়ী, এই চক্রের সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি রাতের আঁধারে পোস্টার ও ব্যানার লাগিয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জন করছে। তিনি দাবি করেন, এই গ্রুপের মূল হোতা একজন মাদক ব্যবসায়ী, যিনি ছাত্র আন্দোলনের ভাবমূর্তি নষ্টে সক্রিয়।
এছাড়া, হিন্দু ছাত্র ও নেতাদের মানহানি করতে ভুয়া পোস্ট, স্ক্রিনশট ও ব্ল্যাকমেইলিংয়ের পথ অবলম্বন করেছে বলে অভিযোগ ওঠে। ছাত্র নেতা সৌরভ প্রিয় পাল ও বাপ্পি দে-র নামেও ভুয়া পোস্ট ছড়ানোর ঘটনা ঘটে, যা পরবর্তীতে প্রমাণিত হয় মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
সমন্বয়ক আরও জানান, তিনি ইতোমধ্যে এই চক্রের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং প্রয়োজনীয় প্রমাণাদি (ছবি, ভিডিও ও ডকুমেন্ট) সংগ্রহ করেছেন। অচিরেই তিনি সেই তথ্য প্রকাশ করবেন বলে জানান।
তিনি বলেন,
“ছাত্র আন্দোলনকে দুর্বল করার জন্য যারা হিন্দু হয়েও হিন্দুদের বিরুদ্ধে কাজ করছে, তারা দেশ ও ধর্মের শত্রু। সবাইকে অনুরোধ করছি, ঐক্যবদ্ধভাবে এসব চক্রকে আইনের আওতায় আনতে সাহায্য করুন।”
শেষে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক ও সহযোদ্ধাদের সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন,
“আমরা সত্য প্রকাশ করব, কোনো ষড়যন্ত্রেই পিছপা হব না।”