
গৌরনদীতে রাধা-গোবিন্দ ও কালী মন্দিরসহ প্রতিমা গায়েব: হিন্দু সম্প্রদায়ের মাঝে চরম ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক :
বরিশাল জেলার গৌরনদী উপজেলার সুন্দরী গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা—রাধা-গোবিন্দ ও কালী মন্দিরসহ প্রতিমা গায়েব হয়ে গেছে রাতারাতি। সোমবার (২৭ অক্টোবর) সকালে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজা দিতে গিয়ে এই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন।
স্থানীয় বাসিন্দা সরস্বতী দাস জানান, “আমাদের নিজস্ব জমির ওপর বহু বছর আগে আমরা রাধা-গোবিন্দ ও কালী মন্দির স্থাপন করেছি। নিয়মিত পূজার্চনা করতাম। কিন্তু দীর্ঘদিন ধরে ওই জমির ওপর স্থানীয় ভূমিদস্যু মোস্তফা মুন্সী ও তার সহযোগীদের লোলুপ দৃষ্টি পড়ে। জমি দখলের জন্য তারা একাধিক মিথ্যা মামলা দিয়েও ব্যর্থ হয়।”
সরস্বতী দাস আরও বলেন, “রবিবার বিকেলে মন্দিরে পূজা দিতে গেলে মোস্তফার স্ত্রী ও তাদের ভাড়াটিয়া লোকজন আমাদের বাধা দেয়। পূজা করতে না পেরে আমরা সেদিন ফিরে আসি। কিন্তু সোমবার সকালে পূজা করতে গিয়ে দেখি, মন্দিরের ঘর ও প্রতিমা পুরোপুরি উধাও।”
মন্দির কমিটির সভাপতি অনুপ দাস বলেন, “গতকাল যারা পূজা করতে বাঁধা দিয়েছে ও হুমকি দিয়েছে, তারাই রাতের আঁধারে মন্দির ভেঙে প্রতিমা সরিয়ে দিয়েছে বলে আমাদের ধারণা। এটা নিছক জমি দখলের জন্যই করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোস্তফা মুন্সীর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়, ফলে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা বলছেন, “ধর্মীয় উপাসনালয় ভেঙে প্রতিমা সরিয়ে নেওয়া শুধু ভক্তদের অনুভূতিতেই আঘাত নয়, এটি সংবিধানসম্মত ধর্মীয় স্বাধীনতারও চরম লঙ্ঘন।”
তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও প্রতিমা পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন।