
৫ নভেম্বর থেকে দিনাজপুরে শুরু হচ্ছে মাসব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলা
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:
আগামী ৫ই নভেম্বর ২০২৫ ইং (২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ), বুধবার, পবিত্র রাসপূর্ণিমার তিথি থেকে শুরু হতে যাচ্ছে দিনাজপুরের কাহারোল উপজেলার বিশ্বখ্যাত শ্রীশ্রী কান্তজিউ মন্দিরে মাসব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলা।
বাংলার অন্যতম প্রাচীন এই মেলাকে ঘিরে ইতিমধ্যেই মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় সাজ সাজ রব পড়েছে। শত শত বছর ধরে চলে আসা এই রাসমেলা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি এখন হয়ে উঠেছে উত্তরবঙ্গের একটি বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলা।
প্রতি বছর রাসপূর্ণিমায় দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী সমবেত হন শ্রীশ্রী কান্তজিউর পূজা, কীর্তন, আরতি ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে। পাশাপাশি মেলায় বসে বিশাল দোকানপাট, হস্তশিল্পের প্রদর্শনী, গ্রামীণ পণ্যের মেলা, নাগরদোলা, ভক্তিমূলক সংগীত ও নাট্য পরিবেশনা।
স্থানীয় প্রশাসন মেলার নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, অগ্নি-নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
🔸 ঐতিহ্যের প্রতীক কান্তজিউ মন্দির:
অষ্টাদশ শতাব্দীতে নির্মিত কান্তজিউ মন্দির বাংলাদেশের অন্যতম প্রাচীন ও নান্দনিক স্থাপত্য নিদর্শন। এর টেরাকোটা নকশা, ধর্মীয় গল্পচিত্র ও স্থাপত্য শৈলী একে বিশ্বব্যাপী খ্যাতি এনে দিয়েছে। রাসপূর্ণিমার সময় এই মন্দির চত্বরে ভক্ত-দর্শনার্থীদের ঢল নামে, যা দিনাজপুর অঞ্চলের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে বিবেচিত।