
কমলগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্টে শ্রীবাস মালাকারের মৃ’ত্যু, ছেলের খবর শুনে বাবার স্ট্রোক
নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন শ্রীবাস মালাকার (২৪) নামে এক তরুণ। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীবাস মালাকার সকালে পার্শ্ববর্তী এক বাড়ির নারিকেল গাছ পরিস্কার করতে গাছে ওঠেন। এ সময় গাছের ডালের সঙ্গে থাকা একটি ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তেই তিনি গাছ থেকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহত শ্রীবাস মালাকারের পরিবারে নেমে আসে নিদারুণ কান্নার মাতম। ছেলের অকাল মৃত্যু সংবাদ শুনে তার বাবা, স্থানীয় আনসার ভিডিপি কমান্ডার নিখিল মালাকার প্রচণ্ড মানসিক আঘাত পেয়ে স্ট্রোক করেন। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, “ঘটনার পর স্থানীয়দের সহায়তায় শ্রীবাস মালাকারের মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাহ করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।”
গ্রামের মানুষ জানিয়েছেন, শ্রীবাস ছিলেন পরিশ্রমী ও ভদ্র স্বভাবের একজন তরুণ। অল্প বয়সেই তিনি নিজের পরিবারের ভরসা হয়ে উঠেছিলেন। তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসী বিদ্যুৎ বিভাগের অবহেলার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনগুলো আগেই সরানো বা মেরামত করা হলে এমন দুর্ঘটনা এড়ানো যেত।