
কালীপূজা উপলক্ষে ধর্মীয় আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও গীতা বিতরণ অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের ডাবোর সার্বজনীন শ্রীশ্রী চেঙ্গুয়া কালী মন্দির প্রাঙ্গণে রবিবার (২৬ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী শ্যামা কালী পূজা উপলক্ষে ধর্মীয় আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও পবিত্র গীতা বিতরণ অনুষ্ঠান।
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, কাহারোল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে অশ্বত্থ ফাউন্ডেশন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি শ্রী তিল্লক রায় ও সাধারণ সম্পাদক শ্রী দিবস রায়।
উপস্থিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
শ্রী জয়ন্ত চন্দ্র দেবশর্মা, সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কাহারোল উপজেলা শাখা
শ্রী কৃষ্ণ গোপাল রায়, সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট বোচাগঞ্জ উপজেলা শাখা
শ্রী অমল দেবনাথ, সভাপতি, শারদাঞ্জলী ফোরাম, ঠাকুরগাঁও ও সদস্য সচিব, মাইনরিটি জনতা পার্টি, ঠাকুরগাঁও
কৃষ্ণ প্রসাদ নাথ, সদস্য, সনাতনী অধিকার আন্দোলন, রংপুর
শ্রী প্রশান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক, হিন্দু ছাত্র মহাজোট বীরগঞ্জ উপজেলা শাখা
শ্রী সময় রায়, কোষাধ্যক্ষ, হিন্দু ছাত্র মহাজোট কাহারোল উপজেলা শাখা
শ্রী উত্তম রায়, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, হিন্দু ছাত্র মহাজোট কাহারোল উপজেলা শাখা
শ্রী শুভ দাস, সভাপতি, হিন্দু ছাত্র মহাজোট মুশিদহাট ইউনিয়ন, বোচাগঞ্জ
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী মিলন দেবনাথ, অশিফ কুমার দেবশর্মা, অভিজিৎ রায়, চৈতন্য বর্মন, অপু দেবনাথ, মিলন রায়, হৃদয় রায়সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মন্দির কমিটির সদস্যবৃন্দ।
আলোচনা ও বক্তব্য
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “ধর্মীয় চেতনা, মানবিক মূল্যবোধ ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।”
তাঁরা আরও উল্লেখ করেন, তরুণ প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গীতা বিতরণ
অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্ত ও অংশগ্রহণকারীদের মাঝে পবিত্র ‘শ্রীমদ্ভগবদ্ গীতা’ বিতরণ করা হয়।
পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয় এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে।