
ঝিনাইদহে গৃহবধূ অপহরণের প্রতিবাদে হামলা ও সড়ক অবরোধ
ঝিনাইদহ প্রতিনিধি | HindusNews | ২৯ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
ঝিনাইদহে এক হিন্দু গৃহবধূকে জোরপূর্বক অপহরণের ঘটনার জেরে হামলা ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার মধুপুর চৌরাস্তায় এ সংঘর্ষ ও অবরোধের ঘটনা ঘটে। এতে এক নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর ক্ষুব্ধ লোকজন ও গ্রামবাসী লাঠিসোটা হাতে নিয়ে ঢাকা-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ দেখান। এতে সড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে সদর থানা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চার মাস আগে সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের নিশানের স্ত্রী পূজাকে একই এলাকার রেজাউলের ছেলে নিলয় জোরপূর্বক তুলে নিয়ে যায়। তারপর থেকে ওই গৃহবধূ নিখোঁজ রয়েছেন। পরিবারের অভিযোগ, দীর্ঘদিনেও আইনশৃঙ্খলা বাহিনী ভুক্তভোগীর কোনো সন্ধান দিতে পারেনি।
বিচারের দাবিতে সম্প্রতি নিশান ও তার পরিবার স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেন। এর জের ধরে রবিবার রাতে রেজাউলের নেতৃত্বে নিলয়, কাকন, আবির ও নাইমসহ কয়েকজন নিশানের বাড়িতে হামলা চালায়। এ সময় নিশানের বাবা রাজকুমার, মা সুধা রানী ও আরও একজন আহত হন।
পরে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা অপহৃত গৃহবধূ পূজার নিরাপদ ফিরে আসা এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনাটি তদন্তাধীন। এখনই বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।”
এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, অপহৃত গৃহবধূকে উদ্ধারে এবং হামলাকারীদের গ্রেপ্তারে দ্রুত ব্যবস্থা নিতে হবে, নইলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।