
রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে মিমি সাহার মর্মান্তিক মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুকুরে ডুবে সম্পূর্ণা সাহা মিমি (৯) নামে এক শিশুকন্যার করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে । বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সুশীল ডাক্তার বাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মিমি সাহা স্থানীয় লিটন সাহা ও সুমি সাহার ছোট মেয়ে। সে রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তার মা সুমি সাহা বিদ্যালয়ে ক্লাস নিতে চলে যান। কিছুক্ষণ পর ছোট্ট মিমি একাই স্নান করার উদ্দেশ্যে বাড়ির পাশের পুকুরে নামে। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পা পিছলে গভীর পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর স্থানীয় এক পথচারী পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হঠাৎ এই মৃত্যুতে পরিবারে নেমে এসেছে অশেষ শোক ও বেদনা। মেধাবী শিশুটির মৃত্যুতে শিক্ষক, সহপাঠী ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সবাই তার আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, মিমি ছিল ভদ্র, হাসিখুশি ও সবার প্রিয়। তার অকাল মৃত্যুতে পুরো এলাকা নিস্তব্ধ হয়ে পড়েছে।