ইসকন নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ

4 week ago
VIEWS: 164

ঢাকা প্রতিনিধি, HindusNews :

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের পর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ব্যানারে আয়োজিত এই সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসকন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আড়ালে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণাসূচক বক্তব্য প্রচার করছে এবং দেশের শান্তি-শৃঙ্খলা নষ্টের অপচেষ্টা চালাচ্ছে।

বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে কোনো ধরনের উগ্র হিন্দুত্ববাদী বা ধর্মবিদ্বেষী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তারা দাবি করেন, ইসকনের কার্যক্রম তদন্ত করে সরকারকে দ্রুত এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায় দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ গণআন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও সতর্ক করেন তারা।

সমাবেশে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রকাশনা সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আব্দুল লতীফ বলেন, ইসকন নামের সংগঠনটি ধর্মীয় ছদ্মাবরণে দেশে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। সরকারের উচিত দ্রুত এ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া।

ঢাকা দক্ষিণের সহসভাপতি কাজী হারুনূর রশীদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ ও শান্তিপ্রিয় দেশ যেখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। কিন্তু ইসকন বারবার উসকানিমূলক আচরণের মাধ্যমে সেই সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান যেন এ ধরনের সংগঠনকে কঠোরভাবে দমন করা হয়, যাতে দেশের শান্তি ও ঐক্য অক্ষুণ্ণ থাকে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও মুসল্লিরা। পুরো বায়তুল মোকাররম এলাকায় দুপুরের পর এক পর্যায়ে উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে পুলিশ।

সাম্প্রতিক সময়ে ইসকনের কিছু কর্মকাণ্ড এবং সামাজিক মাধ্যমে তাদের কয়েকজন অনুসারীর বক্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ইসলামি সংগঠনগুলোর অভিযোগ, এসব কার্যক্রম ধর্মীয় উসকানি ও সম্প্রীতি নষ্টের ইঙ্গিত বহন করে। তবে ইসকন কর্তৃপক্ষ দাবি করছে, তারা কেবল ধর্মীয় ভক্তি, সেবা ও মানবকল্যাণের বার্তা ছড়ানোর কাজ করছে এবং কোনোভাবেই সাম্প্রদায়িক বিভাজনের সঙ্গে যুক্ত নয়।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন