
চট্টগ্রামের সাতকানিয়ায় সংখ্যালঘু হিন্দু পরিবারের ওপর হামলা ও জমি দখলচেষ্টার অভিযোগ
চট্টগ্রাম প্রতিনিধি | HindusNews
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১নং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুইপুড়া এলাকায় সংখ্যালঘু হিন্দু পরিবারের ওপর হামলা ও দীর্ঘদিনের বসতবাড়ি ও পাহাড়ি সম্পত্তি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, স্থানীয় এক প্রভাবশালী গোষ্ঠী—মনজুর আলম কোম্পানি ও ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আজিজের নেতৃত্বে একটি উগ্রবাদী দল সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা সম্প্রতি ওই পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে এবং বসতবাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের এই জমি সরকার অনুমোদিত দলিল ও রেকর্ড অনুযায়ী বৈধভাবে তাদের দখলে রয়েছে। ২০১১ সালে নামজারি সম্পন্ন হয় এবং আইনগতভাবে মালিকানা স্বীকৃত হয়।
এই জমির মালিকরা হলেন—
১. রাধাকৃষ্ণ রুদ্র (পিতা: শচেন্দ্র রুদ্র, মৃত সজল দে)
২. রবীন্দ্র রুদ্র (পুত্র: সুমন রুদ্র)
এছাড়া পরিবারের সদস্য মিন্টু কুমার দে, রনি দে ও তন্ময় রুদ্রও এ সম্পত্তির উত্তরাধিকারী বলে জানিয়েছেন।
সম্পত্তিটি প্রায় সাত গন্ডা দুই কড়া ভিটাবাড়ি ও প্রায় ১৫ কানি পাহাড়ি জমি নিয়ে গঠিত। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, “বছরের পর বছর ধরে আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। এখন কিছু উগ্রবাদী ব্যক্তি আমাদের ভয়ভীতি দেখিয়ে জমি দখলের চেষ্টা করছে।”
এ ঘটনায় ভুক্তভোগীরা প্রশাসন, সেনাবাহিনী ও হাইকমিশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানিয়েছেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সরকার ও প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন— আমাদের বৈধ সম্পত্তি যেন রক্ষা করা হয় এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।”