
নীলফামারীতে হিন্দু পরিবারের টিউবওয়েলের পানিতে বিষ! এলাকায় চরম উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক :
নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের ২নং ওয়ার্ডে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। বুধবার সকালে কালিতলা বাজার সংলগ্ন এক হিন্দু পরিবারের টিউবওয়েলের পানিতে অজ্ঞাত ব্যক্তি বিষাক্ত পদার্থ মিশিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
সকাল আনুমানিক ৯টার দিকে পরিবারের সদস্যরা প্রতিদিনের মতো টিউবওয়েলের পানি পান করার পর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাদের দ্রুত নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অসুস্থ সকলেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। অনেকেই এ ঘটনাকে ঘৃণ্য ও উদ্দেশ্যমূলক হামলা বলে সন্দেহ করছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা দ্রুত দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, “এই ঘটনায় আমরা ভীষণ আতঙ্কে আছি। কে বা কারা এ কাজ করেছে বুঝে উঠতে পারছি না। সবাইকে এখন পানি পানের আগে সতর্ক থাকতে হচ্ছে।”