
ভারতে ‘আল্লাহু আকবর’ বলে প্রতিমা ভাঙার চেষ্টা, আটক বাংলাদেশি মো. কবীর মণ্ডল
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের কর্ণাটক রাজ্যে স্থানীয় একটি মন্দিরে ‘আল্লাহু আকবর’ বলে প্রতিমা ভাঙার চেষ্টা করেছে বাংলাদেশি নাগরিক মো. কবীর মণ্ডল নামে এক মুসলিম যুবক। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের দেবরাবিসানাহল্লি এলাকার বেণুগোপাল মন্দিরে, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল বেলা মন্দিরে হঠাৎ ঢুকে পড়ে এক ব্যক্তি। প্রবেশ করেই তিনি উচ্চস্বরে ‘আল্লাহু আকবর’ স্লোগান দিতে থাকেন এবং মন্দিরের ভিতরে থাকা বিষ্ণুর প্রতিমার দিকে পায়ের জুতো খুলে হামলার চেষ্টা চালান। এ সময় তিনি চিৎকার করে বলেন, “এই মূর্তি ভেঙে ফেলব, মন্দিরও ধ্বংস করে দেব!” — এমন হুমকি দেন প্রত্যক্ষদর্শীদের সামনেই।
তবে উপস্থিত স্থানীয় ভক্ত ও গ্রামবাসীরা দ্রুত এগিয়ে এসে তাকে আটক করেন। কিছু সময়ের জন্য অভিযুক্তকে মন্দির প্রাঙ্গণের এক খুঁটিতে বেঁধে রাখা হয়, পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্তের নাম মো. কবীর মণ্ডল, এবং সে বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে ভারতে প্রবেশ করে প্রায় চার থেকে পাঁচ বছর ধরে স্থানীয়ভাবে মুচির কাজ করছিল বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় হিন্দু সংগঠনগুলো অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি ও তার ভারতীয় বসবাসের পেছনের ষড়যন্ত্র তদন্তের দাবি জানিয়েছে।
এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং পুলিশ সূত্রে জানা গেছে, মো. কবীর মণ্ডলের ভারতে প্রবেশের পথ, অবস্থানকাল ও যোগাযোগ নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে।
মন্দির কমিটির এক সদস্য বলেন,
“ধর্মীয় স্থানে এ ধরনের হামলা একেবারেই অগ্রহণযোগ্য। পুলিশ যেন কঠোর ব্যবস্থা নেয়, এটাই আমাদের দাবি।”
ঘটনার পর থেকে বেণুগোপাল মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।