



জাতীয় প্রেসক্লাবে দ্যা নিউজ সম্পাদক প্রমিথিয়াস চৌধুরীকে অপহরণ ও সাংবাদিক তৃণা রায় চৌধুরীরকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, HindusNews Desk:
দেশের স্বনামধন্য অনলাইন নিউজপোর্টাল “দ্যা নিউজ” (The News)-এর সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী এবং একই প্রতিষ্ঠানের বার্তা সম্পাদক ও তার সহধর্মিণী তৃণা রায় চৌধুরীর ওপর বর্বরোচিত হামলা ও প্রকাশ্য ধর্ষণের হুমকির প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১১টায় আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, মানবাধিকার কর্মী, লেখক, সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, “একজন সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতন এবং নারী সাংবাদিককে প্রকাশ্যে গ্যাং রেপের হুমকি দেওয়ার মতো জঘন্য ঘটনা একটি সভ্য সমাজে অগ্রহণযোগ্য। এটি কেবল ব্যক্তি নয়, পুরো সাংবাদিক সমাজের প্রতি হুমকি।”
তারা আরও বলেন, “দ্যা নিউজ সম্পাদক প্রমিথিয়াস চৌধুরীর ওপর ‘ইসকন’ ট্যাগ লাগিয়ে হামলা চালানো হয়েছে, যা উদ্দেশ্যমূলক এবং ভয়াবহ ধর্মীয় উগ্রতার বহিঃপ্রকাশ। সাংবাদিকদের কণ্ঠরোধের এই প্রয়াস গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি।”
মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারী ও হুমকিদাতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা সরকারের প্রতি আহ্বান জানান, দেশের নারী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ডে লিখেন—
> “সাংবাদিক নির্যাতন বন্ধ করো”,
“নারী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করো”,
“গণমাধ্যমের কণ্ঠরোধ চলবে না”,
“দোষীদের শাস্তি চাই”।
আয়োজকরা জানান, প্রমিথিয়াস চৌধুরীকে খুলনা বাজার এলাকায় অপহরণ করে নির্যাতন করা হয় এবং পরে তার স্ত্রী তৃণা রায় চৌধুরীকে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে গ্যাং রেপের হুমকি দেওয়া হয়।
এই ঘটনায় দেশজুড়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা ঘোষণা দেন, দ্রুত আইনি ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।