
আমার স্ত্রী একজন হিন্দু, তার খ্রিস্টান হওয়ার কোনও পরিকল্পনা নেই : মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
আন্তর্জাতিক ডেস্ক,HindusNews :
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার স্ত্রী উষা চিলুকুরি ভ্যান্স সম্পর্কিত এক মন্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। সাম্প্রতিক এক বিবৃতিতে তিনি স্পষ্ট করে জানান, “আমার স্ত্রী একজন হিন্দু, তার খ্রিস্টান হওয়ার কোনো পরিকল্পনা নেই।”
গত সপ্তাহে এক সভায় দেওয়া বক্তৃতায় জেডি ভ্যান্স বলেছিলেন, “এখন অধিকাংশ রোববারই উষা আমার সঙ্গে গির্জায় যায়। আমি ওকেও বলেছি— আজ সকলের সামনেও বলছি, আমি আশা করি একদিন উষাও আমার মতো করেই খ্রিস্টধর্মের প্রতি আকৃষ্ট হবে।” এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। অনেকেই একে “ধর্মান্তরের ইঙ্গিত” হিসেবে দেখেন এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
বিতর্কের প্রেক্ষিতে শনিবার 'এক্সে' দেওয়া পোস্টে ভ্যান্স ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার আন্তঃধর্মীয় বিবাহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। যিনি করেছিলেন তিনি সম্ভবত একজন বামপন্থী। আমি একজন জন প্রতিনিধি হিসেবে প্রশ্নটি এড়িয়ে যেতে চাইনি। কিন্তু আমার বক্তব্যকে বিকৃতভাবে প্রচার করা হয়েছে।”
তিনি আরও লেখেন, “আমার স্ত্রী একজন হিন্দু। তার খ্রিস্টান হওয়ার কোনও পরিকল্পনা নেই। তবে আমি বিশ্বাস করি, আন্তঃধর্মীয় সম্পর্কের সৌন্দর্যই হলো পরস্পরের বিশ্বাসকে শ্রদ্ধা করা। আমি কোনও ধর্মকেই অসম্মান করিনি।”
ভ্যান্স আরও জানান, উষাই তাকে একসময় ধর্মীয় বিশ্বাসে ফিরিয়ে আনতে সহায়তা করেছিলেন। তার ভাষায়, “উষা-ই আমাকে জীবনের এক পর্যায়ে ঈশ্বরের প্রতি আস্থা ও বিশ্বাসের পথে ফিরিয়ে এনেছিল।”
উষা চিলুকুরি ভ্যান্স মূলত ভারতীয় বংশোদ্ভূত। তিনি একজন আইনজীবী এবং প্রযুক্তি কোম্পানির আইনি পরামর্শক হিসেবে কাজ করছেন। জেডি ও উষা ভ্যান্সের পরিচয় হয় ইয়েল ল’ স্কুলে, সেখান থেকেই শুরু তাদের সম্পর্ক।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই বিতর্ক রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের মধ্যে বিষয়টি গভীরভাবে আলোচিত হচ্ছে।অনেকে মনে করছেন, ভাইস প্রেসিডেন্টের এই স্পষ্ট বক্তব্য আন্তঃধর্মীয় শ্রদ্ধাবোধের উদাহরণ হয়ে থাকবে।