
মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
মাদারীপুর শিবচর প্রতিনিধি।
সাগর কর্মকার।
মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় শ্বশুরবাড়ি থেকে দীপ্তি মণ্ডল (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) বিকেলে বাদামতলা মণ্ডল বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত দীপ্তি মণ্ডলের স্বামী তাপস মণ্ডল মাদারীপুর আদালতে মুহুরি হিসেবে কর্মরত। তিনি ওই এলাকার নিতাই মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে পারিবারিক কলহে দীপ্তি প্রায়ই মানসিকভাবে চাপে ছিলেন। ঘটনার দিন বিকেলে পরিবারের সদস্যরা ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মাদারীপুর সদর মডেল থানার ওসি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।