
কুমিল্লা আমতলী কালী বাড়ির জায়গা দখলমুক্ত করার দাবীতে সংখ্যালঘু ঐক্য মোর্চার মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের আলেখাচর বিশ্বরোড সংলগ্ন ঐতিহ্যবাহী আমতলী সার্বজনীন কালীবাড়ির জায়গা দখলমুক্ত ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের সামনে দেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ সংগঠন “ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ঐক্য মোর্চা”-এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, শতবর্ষপ্রাচীন আমতলী সার্বজনীন কালীবাড়ি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি কুমিল্লা অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এই মন্দির ঘিরে প্রতি বছর হাজার হাজার ভক্ত পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। কিন্তু দুঃখজনকভাবে দীর্ঘদিন ধরে এ মন্দিরের সম্পত্তি দখলের চেষ্টা চলছে। বক্তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে মন্দিরের জায়গা দখলমুক্ত করে সংরক্ষণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক কমল চন্দ খোকন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত দাশ টিটু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার সভাপতি যোগেশ সরকার ও সাধারণ সম্পাদক ডাঃ মধুসূদন রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সহ-সভাপতি দীলিপ কুমার নাগ কানাই, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার কুন্ড এবং কুমিল্লা মহানগর ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক রমিত রবিদাস প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মধুসূদন বিশ্বাস লিটন।
মানববন্ধনে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরাও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। তারা বলেন, ধর্ম যার যার, কিন্তু দেশ সবার। কোনো ধর্মীয় উপাসনালয়ের জায়গা দখল করা মানে ধর্মীয় সম্প্রীতিতে আঘাত করা। বক্তৃতা দেন ইঞ্জিনিয়ার কামাল হোসেন, মোহাম্মদ আয়েত আলী, মোঃ মমিন মিয়া ও মোঃ কুদ্দুস মিয়াসহ আরও অনেকে। তাদের উপস্থিতি প্রমাণ করে, কুমিল্লা একটি সম্প্রীতির শহর, যেখানে মানুষ ধর্মের ভেদাভেদ ভুলে শান্তি ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ।
এসময় উপস্থিত ছিলেন আমতলীর স্থানীয় বাসিন্দা সুরেশ চন্দ্র শীল, হারাধন চন্দ্র শীল, আশু চন্দ্র শীল, শ্যামল চন্দ্র শীল, অর্জুন চন্দ্র শীল, শান্তি চন্দ্র শীল, বাদল চন্দ্র শীল, উত্তম চন্দ্র শীল, বাবুল চন্দ্র শীল ও শাপলু চন্দ্র শীলসহ দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী নর-নারী।
বক্তারা বলেন, আমতলী সার্বজনীন কালীবাড়ির জায়গা অবিলম্বে দখলমুক্ত করতে হবে