
রাজশাহীতে হিন্দু মা-মেয়ের ওপর জামায়াত নেতা মেহেদি খাঁ-র হামলা!
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার জেলেপাড়ায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে হিন্দু পরিবারের এক নারী ও তাঁর মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতা মেহেদি খাঁর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে এই নির্মম ঘটনা ঘটে। অভিযুক্ত মেহেদি খাঁ জামায়াতে ইসলামীর তাহেরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে পরিচিত। হামলার একটি ভিডিও ৩০ অক্টোবর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
ভুক্তভোগী পরিবারের সদস্য উত্তম কুমার দাস বাগমারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে মেহেদি খাঁর বিরোধ চলে আসছিল। ওইদিন দুপুরে মেহেদি খাঁর নেতৃত্বে কয়েকজন তাঁর স্ত্রীর ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় মেয়ে মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে স্থানীয়রা আহত মা-মেয়েকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উত্তম কুমার দাস বলেন, “আমরা হিন্দু বলেই প্রভাবশালী মেহেদি খাঁ আমাদের বাড়ি দখল করতে চায়। হামলার পরও তিনি ভয়ভীতি দেখাচ্ছেন। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।” স্থানীয় বাসিন্দারাও মেহেদি খাঁকে জামায়াতের সক্রিয় স্থানীয় নেতা হিসেবে চিহ্নিত করেছেন। তবে উপজেলা জামায়াতের নেতারা এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।
অভিযোগ বিষয়ে জানতে মেহেদি খাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি কয়েক দিন আগের। আজ শনিবার উভয় পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা চলছে। যদি সমঝোতা না হয়, তাহলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, এটি কেবল জমি বিরোধ নয়, সংখ্যালঘু পরিবার হওয়ায় তাদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এলাকাবাসীর দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের নির্যাতন আর কেউ করতে সাহস না পায়।
ঘটনাটি বর্তমানে পুরো তাহেরপুর এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।