
মৌলভীবাজারে হিন্দু ছাত্র মহাসংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও বৈষ্ণব সেবা অনুষ্ঠিত
শান্ত পাল, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, HindusNews :
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে বৈষ্ণব সেবা এবং নানা ধর্মীয় অনুষ্ঠান।
গত ৩১ অক্টোবর, শুক্রবার (১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ) মৌলভীবাজার জেলা শহরের জগন্নাথপুরস্থ শ্রীশ্রী গোবিন্দ জিউর আখড়ায় দিনব্যাপী এই ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়। ভোর বেলা মঙ্গল আরতি ও নগর পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে গীতা পারায়ণ, মহাপ্রভুর ভোগরাগ, ভগবানের নামগুণগান, ধর্মীয় আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে গীতা পারায়ণ এর পৌরোহিত্য করেন এডভোকেট ঠাকুরবাণীর বংশধর শ্রীযুক্ত নিত্য গোপাল গোস্বামী ও শ্রীযুক্ত বাণী কৃষ্ণ গোস্বামী।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাসংঘের সভাপতি পিষুস দাস, কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্টজন, ধর্মপ্রাণ ভক্তবৃন্দ ও হিন্দু ছাত্র মহাসংঘ মৌলভীবাজার জেলা শাখার সক্রিয় সদস্যরা।
ধর্মীয় আলোচনা সভায় বক্তারা বলেন, “ধর্ম, সমাজ ও মানবসেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই হিন্দু ছাত্র মহাসংঘের মূল লক্ষ্য।” বক্তারা নতুন প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ মৌলভীবাজার জেলা শাখার নেতারা HindusNews-কে জানান,
“ইশ্বরের কৃপায় এবারের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আগামী বছর আরও বৃহৎ পরিসরে ও মহতী আকারে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে মহাপ্রসাদ বিতরণ করা হয়। ধর্মীয় ভক্তিমূলক পরিবেশে দিনব্যাপী এই আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।