
দিনাজপুরের পার্বতীপুরে গণ হিন্দু ছাত্র পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, HindusNews
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় বাংলাদেশ গণ হিন্দু ছাত্র পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকাল চারটার সময় এক অনলাইন আলোচনা সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ গণ হিন্দু ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক গঠিত এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় সভাপতি সুজন চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক দ্বীপ দাস। এ কমিটি গঠনের প্রস্তাব দেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি পাপন সরকার।
অনলাইন সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নবগঠিত পার্বতীপুর উপজেলা শাখার নেতারা। নবগঠিত কমিটিতে শ্রী মিঠুন সরকারকে আহ্বায়ক এবং বিশাল পালকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আলোচনা সভায় কেন্দ্রীয় নেতারা নবগঠিত আহ্বায়ক কমিটির প্রশংসা করে বলেন, শীঘ্রই একটি বৈদিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিতে হবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পার্বতীপুর উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি স্থানীয় হিন্দু শিক্ষার্থীদের ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভা শেষে উপস্থিত সদস্যরা সংগঠনের মূলনীতি ও আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং একসঙ্গে কাজ করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।