প্রাথমিকে ১০ হাজার ২১৯ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ কাল

3 days ago
VIEWS: 54

HindusNews ডেস্ক :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বড় পরিসরে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশ হচ্ছে ১০ হাজার ২১৯ শূন্য পদের বিপরীতে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। এর মাধ্যমে দীর্ঘদিন পর প্রাথমিক শিক্ষায় শুরু হচ্ছে নতুন করে বৃহৎ পরিসরের জনবল নিয়োগপ্রক্রিয়া।

বুধবার সন্ধ্যায় নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা হিন্দুস নিউজকে জানান, বিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দেশের জাতীয় পত্রিকাগুলোতে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে।

ওই কর্মকর্তা আরও জানান, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর পরবর্তী ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে চলতি বছরের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিন দিন পর, অর্থাৎ ৩১ আগস্ট গঠিত হয় আট সদস্যের ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’। এই কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্যসচিব অধিদপ্তরের (পলিসি ও অপারেশন) পরিচালক। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরাও এই কমিটিতে রয়েছেন।

সংশোধিত বিধিমালায় কিছু ত্রুটি থাকায় বিজ্ঞপ্তি প্রকাশে দেরি হয়। পরে সেই ত্রুটি সংশোধন করে গত ২ নভেম্বর নতুনভাবে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নতুন বিধিমালায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। পূর্বে যেখানে “অন্যান্য বিষয়ে” শব্দটি ছিল, সেখানে যুক্ত করা হয়েছে “বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন” শব্দগুচ্ছ। ফলে এখন থেকে বিজ্ঞান বিষয়ের প্রার্থীরাও সরাসরি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

বিধিমালায় বলা হয়েছে, প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক পদে অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করা বাধ্যতামূলক।

সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদের প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদের সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। বিস্তারিত জানার জন্য আবেদনকারীদের অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.dpe.gov.bd ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন