
হিন্দু ইউথ কনফারেন্স ২০২৫: ঐক্যের চেতনায় তরুণ প্রজন্মের নতুন অঙ্গীকার
HindusNews ডেস্ক :
“ওঁ তৎ সৎ, যত মত তত পথ— হিন্দু স্বার্থে একমত” -এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে আগামী ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের হল রুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে “হিন্দু ইউথ কনফারেন্স–২০২৫”। বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোটের আয়োজনে এই মহাসম্মেলন হিন্দু তরুণ প্রজন্মের ঐক্য, চেতনা ও নেতৃত্ব বিকাশের এক অনন্য মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে।
দুপুর ২টা থেকে শুরু হবে এ কনফারেন্সের মূল পর্ব। আয়োজক সূত্রে জানা গেছে, তরুণ প্রজন্মের মাঝে ঐক্যের শক্তি ও সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তোলাই এবারের আয়োজনের মূল লক্ষ্য। কনফারেন্সে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র ও যুব প্রতিনিধিরা যোগ দেবেন। থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও।
আয়োজকরা জানিয়েছেন, এ সম্মেলনে ৮ দফা দাবির বাস্তবায়ন বিষয়ে সরকারের জাতীয় নেতৃত্বের বক্তব্য থাকবে। পাশাপাশি “অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ছাত্র ও যুব সমাজের ভূমিকা” বিষয়ে আলোচনা হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করতে কীভাবে তরুণ প্রজন্ম ভূমিকা রাখতে পারে— সেই দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি অবস্থান ও নীতি সম্পর্কেও আলোচনা করা হবে। প্রত্যেক দলের প্রতিনিধিদের কাছ থেকে সংখ্যালঘু তরুণ সমাজের ভবিষ্যৎ সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিয়ে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করছে আয়োজক মহাজোট।
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোটের নেতারা জানিয়েছেন, এই কনফারেন্স কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়— এটি এক ঐতিহাসিক মুহূর্ত। তাঁদের মতে, হিন্দু তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করা এবং জাতীয় জীবনে ইতিবাচক ভূমিকা রাখার জন্য এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংগঠনের এক মুখপাত্র বলেন, “আমরা চাই হিন্দু তরুণরা যেন আত্মমর্যাদাবোধে উজ্জীবিত হয়ে সমাজ ও রাষ্ট্র নির্মাণে অবদান রাখতে পারে। ঐক্যের মধ্য দিয়েই শক্তি, আর চেতনার জাগরণেই পরিবর্তন আসে।”
সম্মেলনের মূল মঞ্চে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণদের অভিজ্ঞতা, চিন্তা ও ভবিষ্যৎ পরিকল্পনাও স্থান পাবে। আয়োজকরা বলছেন, তরুণদের অংশগ্রহণই এই কনফারেন্সের প্রাণ।
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোটের পক্ষ থেকে সব ছাত্র, যুবক, শিক্ষিত সমাজ ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, সবাই যেন এই ঐতিহাসিক সম্মেলনে অংশ নেন। তাদের বার্তা, “এসো, আমরা সবাই মিলিত হই— ঐক্যবদ্ধ হই, গড়ে তুলি শক্তিশালী আগামী প্রজন্ম।”
আয়োজকরা বলছেন,হিন্দু ইউথ কনফারেন্স ২০২৫ তাই শুধু একটি অনুষ্ঠান নয়; এটি এক প্রতিশ্রুতির মঞ্চ— যেখানে হিন্দু তরুণ সমাজ নিজেদের আত্মপরিচয়, অধিকার ও দায়িত্বের নতুন উপলব্ধি নিয়ে ভবিষ্যতের পথে অগ্রসর হওয়ার অঙ্গীকার করবে।