
সপরিবারে হিন্দু ধর্মে ফিরে এলেন আহমেদ আনসারী, আবার পরিচিত হলেন রামচন্দ্র নামে
HindusNews ডেস্ক :
বিহারের হাজারীবাগে এক সময় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করা আহমেদ আনসারী নামের এক ব্যক্তি সপরিবারে পুনরায় হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করেছেন। বৈদিক রীতিনীতি ও ধর্মীয় শাস্ত্র অনুসারে পূর্ণ আচার-অনুষ্ঠানের মাধ্যমে তিনি নিজের পূর্বের পরিচয় ‘রামচন্দ্র ভূঁইয়া’ নামেই আবার সমাজে ফিরে এসেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে হাজারীবাগের একটি মন্দির প্রাঙ্গণে এই ধর্মে প্রত্যাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়। ব্রাহ্মণ সন্তোষ পান্ডে বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। অনুষ্ঠানে রামচন্দ্র ভূঁইয়ার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এবং তারাও একসঙ্গে বৈদিক মন্ত্র উচ্চারণ করে হিন্দু ধর্মে দীক্ষা গ্রহণ করেন।
অনুষ্ঠানস্থলটি ছিল উৎসবমুখর—ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, ফুলমালা ও ভক্তিগীতের ছন্দে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। স্থানীয় হিন্দু সমাজের শত শত মানুষ সেখানে উপস্থিত থেকে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। রামচন্দ্র ভূঁইয়া ও তার পরিবারকে মন্দির কমিটির পক্ষ থেকে ফুল, প্রসাদ ও গঙ্গাজল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
ধর্মে প্রত্যাবর্তনের পর আবেগভরে রামচন্দ্র ভূঁইয়া বলেন,
> “হিন্দু ধর্মের উদারতা, সহিষ্ণুতা ও মানবিক মূল্যবোধ আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমি নিজের ভুল বুঝতে পেরে আবার আমার ধর্মে ফিরে এসেছি। হিন্দু ধর্ম সবসময় গ্রহণযোগ্যতা ও ভালোবাসার শিক্ষা দেয়—সেই সত্য আজ আমি নিজে উপলব্ধি করেছি।”
স্থানীয় হিন্দু সমাজের নেতৃবৃন্দ জানান, রামচন্দ্র ভূঁইয়া ও তার পরিবারকে সমাজে পুনঃস্থাপন করা হয়েছে এবং তাদের প্রতি সকলের শুভকামনা রইল। তারা এটিকে ধর্মীয় চেতনা ও আত্মপরিচয়ের পুনর্জাগরণ বলে আখ্যা দেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা রামচন্দ্র ভূঁইয়া পরিবারের জন্য আশীর্বাদ কামনা করেন এবং ‘ওঁ নমঃ শিবায়’ ধ্বনিতে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
হাজারীবাগের এই ঘটনাটি এখন স্থানীয় মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকেই একে “আত্মপরিচয়ের পুনরুদ্ধার” ও “আত্মিক জাগরণের প্রতীক” হিসেবে দেখছেন।