
আমেরিকায় ইসকন পরিচালিত স্কুল পেল যুক্তরাষ্ট্রের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা
আন্তর্জাতিক ডেস্ক :
আমেরিকা থেকে গৌরবের খবর! যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ইসকন (ISKCON) পরিচালিত আলাচুয়া লার্নিং একাডেমি (ALA) অর্জন করেছে অনন্য সাফল্য—ফ্লোরিডা রাজ্যের শীর্ষ ২০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে এই বিদ্যালয়।
ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট–এর (অক্টোবর ২০২৫) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডা রাজ্যের মোট ৪৭,০০০টিরও বেশি প্রাইমারি স্কুলের মধ্যে ALA এলিমেন্টারি স্কুল ১৫তম স্থান দখল করেছে। পাশাপাশি, ২৩,০০০টিরও বেশি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ALA মিডল স্কুলকে ১৭তম সেরা স্কুল হিসেবে ঘোষণা করা হয়েছে।
স্থানীয় দৈনিক গেইনসভিল প্রেস-এর প্রতিবেদনে জানানো হয়েছে, এই স্বীকৃতি ALA-এর ধারাবাহিক একাডেমিক কৃতিত্ব, শিক্ষার মানোন্নয়ন এবং সম্প্রদায়ের প্রতি অবদানের প্রতিফলন। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন ফ্লোরিডার আলাচুয়া অঞ্চলের ইসকন সম্প্রদায়ের সদস্যরা, যাদের প্রচেষ্টায় স্কুলটি আজ একটি জাতীয় মানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
এর আগেও, ২০২৩ সালের সেপ্টেম্বরে ALA মার্কিন শিক্ষা বিভাগ থেকে মর্যাদাপূর্ণ ‘ন্যাশনাল ব্লু রিবন অ্যাওয়ার্ড’ অর্জন করেছিল—যা যুক্তরাষ্ট্রের শিক্ষাক্ষেত্রে উৎকর্ষের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
যদিও ALA ইসকন সম্প্রদায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত, এটি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে বর্ণ, ধর্ম, জাতি বা সম্প্রদায় নির্বিশেষে সকল শিক্ষার্থী ভর্তি হতে পারে।
বিদ্যালয়টির কারিকুলাম যুক্তরাষ্ট্রের মূলধারার শিক্ষা কাঠামো অনুসারে পরিচালিত হলেও, মানবিক মূল্যবোধ, চরিত্র গঠন এবং সামাজিক দায়িত্ববোধকে অগ্রাধিকার দেওয়া হয়—যা ইসকন দর্শনের “শিক্ষার মাধ্যমে সেবা” নীতির প্রতিফলন ঘটায়।
ইসকনের ফ্লোরিডা সম্প্রদায়ের সদস্য এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের এক কর্মকর্তা বলেন,
“এটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য নয়, বরং হরে কৃষ্ণ সম্প্রদায়ের শিক্ষাগত ও নৈতিক মূল্যবোধের জয়। আমরা চাই ALA হয়ে উঠুক ভবিষ্যতের আদর্শ মানব গঠনের কেন্দ্র।”
এই সম্মাননার মাধ্যমে আবারও প্রমাণিত হলো—বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসকন সম্প্রদায় কেবল ধর্মীয় নয়, শিক্ষাগত ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।