
নোয়াখালীতে বর্ণাঢ্য রাস পূর্ণিমা উৎসবে ভক্তদের জেলা হিন্দু ছাত্র ও সেচ্ছাসেবক মহাসংঘের সেবা প্রদান
নোয়াখালী প্রতিনিধি,HindusNews :
নোয়াখালী জেলার দৌলতপুরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য রাস পূর্ণিমা উৎসব, যেখানে ভক্তদের সেবা এবং ধর্মীয় চেতনার এক অনন্য উদাহরণ স্থাপন করলেন স্থানীয় হিন্দু ছাত্র ও স্বেচ্ছাসেবক সংগঠনরা।
উৎসবটি অনুষ্ঠিত হয় দৌলতপুর ইউনিয়নের রাম কিশোর ব্যাপারী বাড়িস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে। এই বিশেষ দিনে ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ ও জল বিতরণের ব্যবস্থা করে স্থানীয় নোয়াখালী জেলা হিন্দু ছাত্র মহাসংঘ এবং নোয়াখালী জেলা হিন্দু স্বেচ্ছাসেবক মহাসংঘ।
উৎসবে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। সেবার কাজের জন্য স্বেচ্ছাসেবকরা সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে নিয়োজিত ছিলেন। তারা উৎসবকে সফল করতে নিরলসভাবে কাজ করেন, যাতে প্রতিটি ভক্ত সঠিকভাবে প্রসাদ ও জল পান এবং আনন্দময় অভিজ্ঞতা লাভ করেন।
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নয়ন চন্দ্র শীল বলেন,
“ধর্মীয় অনুষ্ঠান মানে শুধু ভক্তি নয়, সেবাও এক ধরনের পূজা। আমরা এই সেবার মাধ্যমে ভক্তদের পাশে থাকতে পেরে ধন্য।”
স্থানীয়রা জানান, প্রতি বছর রাস পূর্ণিমা উৎসবকে ঘিরে দৌলতপুরে সনাতন সমাজের মধ্যে এক অনন্য মিলনমেলা গড়ে ওঠে। এটি কেবল ধর্মীয় উৎসব নয়, বরং স্থানীয় সমাজে সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসেবেও বিশেষ গুরুত্ব বহন করে।
উৎসবের এই মহিমা ও সেবামূলক দৃষ্টান্ত প্রতিটি ভক্তের মনে আনন্দ ও চেতনার সঞ্চার ঘটায়, যা নোয়াখালীর সনাতন সম্প্রদায়ের ঐতিহ্য ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।