
শিক্ষকদের বদলি চালু হতে পারে জানুয়ারিতে: আশার আলো দেখছেন ইনডেক্সধারীরা
নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ প্রতীক্ষার পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের বদলি প্রক্রিয়া আবারও চালু হওয়ার পথে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, সফটওয়্যার তৈরিসহ প্রাথমিক কাজগুলো নির্ভুলভাবে সম্পন্ন হলে আগামী জানুয়ারিতেই শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হতে পারে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এবং টেলিটকের সঙ্গে মাউশির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে বদলি সফটওয়্যার তৈরির অগ্রগতি এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সমাধান নিয়ে আলোচনা করা হয়। সভার পর শিক্ষক সমাজের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে মাউশি জানিয়েছে, সফটওয়্যার তৈরির, যাচাই ও ট্রায়ালের কাজ সম্পন্ন করতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। এতে ডিসেম্বরে বদলি কার্যক্রম চালু করা কঠিন হলেও, সফটওয়্যার তৈরিসহ অন্যান্য প্রক্রিয়া নভেম্বরের মধ্যে শেষ হলে ডিসেম্বরে বদলিও সম্ভব হতে পারে।
মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে হিন্দুস নিউজকে বলেন, “আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে বদলি কার্যক্রম চালু করার। তবে এখানে বিভিন্ন প্রশাসনিক ও প্রযুক্তিগত জটিলতা রয়েছে। এই সব বিষয় সমাধান করে বিপুল সংখ্যক শিক্ষকের বদলি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে কিছুটা সময় লাগবে। আমরা আশা করছি ডিসেম্বর মাসের শেষ দিকে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে পারব, যদি তা সম্ভব না হয়, তবে জানুয়ারি মাসেই এটি কার্যকর হবে।”
বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের বদলির কোনো সুযোগ নেই। আগে এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনপত্রের মাধ্যমে শিক্ষকেরা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। কিন্তু সরকার ইনডেক্সধারী শিক্ষকদের জন্য গণবিজ্ঞপ্তিতে আবেদন বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েন সেই শিক্ষকরা, যারা নিজ জেলা থেকে শতকিলোমিটার দূরে চাকরি করছেন। এই পরিস্থিতিতে নারী শিক্ষকদের কষ্ট আরও বেড়ে যায়।
ইনডেক্সধারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদন বন্ধ হওয়ার পর শিক্ষকদের বিভিন্ন সংগঠন বদলি চালুর দাবিতে আন্দোলনে নামে। দীর্ঘ আন্দোলনের পর সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বদলি চালুর উদ্যোগ নেন। প্রাথমিকভাবে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য একটি নীতিমালা তৈরি করা হয় এবং মাউশির এক পরিচালকের মাধ্যমে সফটওয়্যার তৈরি করা হয়। তবে সফটওয়্যার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় দ্বন্দ্ব দেখা দেওয়ায় নতুন করে সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়।
এই পরিস্থিতিতে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত বিভিন্ন শিক্ষক সংগঠন আবারও বদলি কার্যক্রম দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। শিক্ষকদের দীর্ঘদিনের আশা, শীঘ্রই বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।