
হরিশ্যামা দাশপাড়া ডাকাতির শিকার হিন্দু পরিবারগুলোর পাশে দাঁড়ালেন মাধবপুরের সাবেক চেয়ারম্যান শাহজাহান
মাধবপুর, হবিগঞ্জ:
হরিশ্যামা দাশপাড়া এলাকায় ডাকাতদের হামলার শিকার হওয়া পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। তিনি আহত পরিবার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান সাংবাদিকদের জানান, “আমরা দুর্নীতি ও সন্ত্রাসীদেরকে কখনো প্রশ্রয় দিই না। এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তদন্ত কমিটি গঠন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করব।”
ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ অলিউল্লাহ, সাবেক মেম্বার তপন পাল, কাশেম মেম্বার, অজিত পাল, সপন্ড পাল, শেখর দাশ, নিকেতন দাশ, আরাদন দাশ, ওয়ার্ড বিএনপির সভাপতি শিশু মিয়া, উপজেলা বিএনপির নেতা কায়সার এবং শত শত নারী ও পুরুষ স্থানীয় বাসিন্দা।
এ ঘটনায় হবিগঞ্জ-৪ মাধবপুর চুনারুঘাট উপজেলার ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলও সরাসরি নজর রাখছেন। তিনি এই ঘটনা তীব্রভাবে নিন্দা জানিয়েছেন এবং দ্রুত আহতদের সুস্থতা কামনা করেছেন।
স্থানীয় নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের সন্ত্রাস ও সহিংসতা আমাদের সমাজে স্থান পাবে না। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া দরকার।”
ঘটনার পরপরই এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আহত পরিবারের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, তারা প্রশাসনের পক্ষ থেকে সঠিক ও দ্রুত ব্যবস্থা কামনা করছেন।