
ভারতের আহমেদাবাদে গয়না ডাকাতির চেষ্টায় এসে ধরা বোরকা পরিহিত মুসলিম নারী:দোকানদারের হাতে খেলেন ২৫ সেকেন্ডে ২০ টি চড়!
আন্তর্জাতিক ডেস্ক | HindusNews:
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে গয়নার দোকানে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করা বোরকা পরিহিত এক মুসলিম মহিলা নিজেই চরম বিপাকে পড়েছেন দোকানদারের হাতে। মাত্র ২৫ সেকেন্ডের মধ্যে ওই দোকানদারের কাছ থেকে তিনি পেয়েছেন প্রায় ২০টি চড়! ঘটনাটি পুরোপুরি ধরা পড়ে দোকানের সিসিটিভি ক্যামেরায়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে আহমেদাবাদের রানিপ সবজি বাজারের কাছে অবস্থিত একটি স্বর্ণ ও রৌপ্য অলংকারের দোকানে ঘটনাটি ঘটে।
বোরকা পরা এক নারী গ্রাহক সেজে দোকানে প্রবেশ করেন। প্রথমে তিনি স্বাভাবিকভাবে কথা বলছিলেন, যেন কোনো গয়না কিনবেন। কিন্তু কিছুক্ষণ পরই তিনি হঠাৎ ব্যাগ থেকে বের করে দোকানদারের চোখে লঙ্কার গুঁড়ো (চিলি পাউডার) ছুঁড়ে মারেন — তার আসল উদ্দেশ্য ছিল দোকানদারকে অন্ধ করে গয়না নিয়ে পালানো।
তবে পরিকল্পনা ভেস্তে যায় মুহূর্তেই। কারণ লঙ্কার গুঁড়ো দোকানদারের চোখে না গিয়ে পাশ দিয়ে চলে যায়। বিষয়টি বুঝতে পেরে দোকানদার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে মহিলাকে আটকান এবং তাকে একের পর এক চড় মারতে থাকেন। মাত্র ২৫ সেকেন্ডে প্রায় ২০ বার তিনি ওই মহিলাকে চড় দেন। এরপর তিনি কাউন্টারের ওপর দিয়ে লাফিয়ে পড়ে মহিলাকে টেনে দোকানের বাইরে নিয়ে যান এবং তখনও কয়েকবার আঘাত করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, দোকানদার অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে মহিলাকে প্রতিরোধ করেন, যাতে তিনি কিছুই চুরি করতে না পারেন। স্থানীয়রা পরে ঘটনাস্থলে ছুটে এসে মহিলাকে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে আহমেদাবাদ পুলিশ জানিয়েছে, দোকানদার নিজে কোনো লিখিত অভিযোগ করতে রাজি হননি। তবে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে ওই মহিলাকে শনাক্ত করার চেষ্টা করছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, মহিলাটি সম্ভবত একটি চক্রের সদস্য, যারা বাজার এলাকায় গ্রাহক সেজে দোকান লুটের চেষ্টা করে থাকে।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা দোকানদারের বুদ্ধি ও সাহসের প্রশংসা করছেন। কেউ কেউ মন্তব্য করেছেন —
“২৫ সেকেন্ডে ন্যায়বিচার!”
অন্য এক ব্যবহারকারী লিখেছেন -
“দোকানদারের আত্মরক্ষা ছিল সম্পূর্ণ ন্যায্য। এমন প্রতিরোধ অপরাধীদের শিক্ষা দেবে।”
ভিডিওটি ইতোমধ্যেই লাখো বার দেখা হয়েছে এবং স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতেও প্রচারিত হয়েছে।
গুজরাট পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও বাজার এলাকায় নিরাপত্তা জোরদারে তারা বিশেষ নজরদারি চালাবে, যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে।