
দিনাজপুরের কান্তজিউ মন্দিরে বাংলাদেশ হিন্দু মহাজোটে যোগ দিলেন গৌরহরি বর্মন ও সুবর্ণা চৌধুরী
HindusNews ডেস্ক :
দিনাজপুরের পবিত্র তীর্থক্ষেত্র কান্তজিউ মন্দিরে আজ এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে উত্তরবঙ্গের দুই বিশিষ্ট সনাতনী ব্যক্তিত্ব—ঠাকুরগাঁওয়ের শ্রী গৌরহরি বর্মন এবং বিশিষ্ট নারী নেত্রী সুবর্ণা চৌধুরী—বাংলাদেশ হিন্দু মহাজোটে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
এই ঐতিহাসিক অনুষ্ঠানে তাঁদের হাতে সংগঠনের পতাকা তুলে দেন বাংলাদেশ হিন্দু মহাজোটের সম্মানিত সভাপতি শ্রী বিধান বিহারী গোস্বামী। তিনি নবাগত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন,
“উত্তরবঙ্গে হিন্দু সমাজের ঐক্য ও অধিকার রক্ষায় তাঁদের যোগদান নতুন দিগন্ত উন্মোচন করবে। সমাজের কল্যাণে তাঁদের অভিজ্ঞতা ও নেতৃত্ব আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
শ্রী গৌরহরি বর্মন এবং সুবর্ণা চৌধুরী যোগদান উপলক্ষে তাঁদের অনুভূতি প্রকাশ করে জানান, তাঁরা বাংলাদেশ হিন্দু মহাজোটের আদর্শ, নীতি ও কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে সনাতনী সমাজের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তাঁদের মতে, “এ সংগঠন শুধু অধিকার রক্ষার প্ল্যাটফর্ম নয়, বরং এটি সনাতন ধর্মীয় মূল্যবোধ ও ঐক্যের প্রতীক।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় হিন্দু মহাজোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের প্রতিনিধি, সনাতনী তরুণ সংগঠক ও বহু ধর্মপ্রাণ ভক্ত। কান্তজিউ মন্দির প্রাঙ্গণে এক উজ্জ্বল, আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে ভক্তদের অংশগ্রহণে কান্তজিউ মন্দিরে বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। ভক্তরা এই দিনটিকে “উত্তরবঙ্গের সনাতন ঐক্যের নতুন অধ্যায়” হিসেবে অভিহিত করেন।