
রমনায় সেন্ট মেরি’স গির্জায় ককটেল নিক্ষেপ!
HindusNews ডেস্ক :
রাজধানীর রমনা এলাকায় অবস্থিত ঐতিহাসিক সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়, অপরটি পুলিশ উদ্ধার করেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে। সৌভাগ্যবশত কেউ হতাহত হয়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, রাত প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে গির্জার গেট লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। একটি বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে গির্জা প্রাঙ্গণে একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের কথা ছিল, যেখানে দেশের বিভিন্ন গির্জা থেকে প্রায় ৬০০ জন অতিথি অংশ নেওয়ার কথা। ঘটনার সময় প্রস্তুতির কাজ চলছিল গির্জার ভেতরে। ককটেল বিস্ফোরণের শব্দে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের পাল পুরোহিত আলবার্ট রোজারিও বলেন,
“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। শনিবারের অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে অতিথিরা আসার কথা ছিল। ঈশ্বরের কৃপায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
এ ঘটনায় রমনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে ও বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেয়। রাতেই তারা অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করে।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিত হামলা হতে পারে। তবে কারা বা কেন এমন হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত নয়।
রাজধানীর রমনা এলাকা ধর্মীয় সম্প্রীতির এক প্রতীক হিসেবে পরিচিত। সেখানে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পাশাপাশি অবস্থান করছে। গির্জায় এই ধরনের হামলার চেষ্টা দেশের ধর্মীয় সহাবস্থান ও শান্তিপ্রিয় জনগোষ্ঠীর জন্য উদ্বেগজনক বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।