
ফরিদপুরের তালমা ঠাকুরবাড়ি রাধাকৃষ্ণ মন্দিরে প্রতিমা ভাঙচুর! এক দুষ্কৃতকারী আটক
নিজস্ব প্রতিবেদক :
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা গ্রামের পবিত্র রাধাকৃষ্ণ মন্দিরে শনিবার রাত আনুমানিক ৯টার মন্দিরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে রাধাকৃষ্ণের প্রতিমা ভাঙচুর করে উগ্রবাদী দূর্বৃত্ত।
ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিমা ভাঙচুরের সময় মন্দিরের পাশের একটি বাড়ির লোকজন সন্দেহজনক শব্দ শুনে এগিয়ে আসেন। তারা দেখতে পান এক ব্যক্তি মন্দির থেকে বের হওয়ার চেষ্টা করছে। স্থানীয়রা তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে এবং পরবর্তীতে তাকে পুলিশ প্রশাসনের হাতে সোপর্দ করেন।
এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে গভীর উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা বলেন, “মন্দিরে হামলা মানে শুধু প্রতিমায় নয়, আমাদের প্রাণে আঘাত। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, যেন এই অপরাধীকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে ছাড়িয়ে না দেওয়া হয়।”
স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের দাবি—এই ঘটনায় শুধুমাত্র একজন নয়, এর পেছনে আরও কেউ জড়িত থাকতে পারে। তাই প্রশাসনের কাছে গভীর ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন তারা, যাতে মন্দিরে হামলার মূল হোতাদের আইনের আওতায় আনা যায়।
এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তালমা ঠাকুরবাড়ি মন্দিরটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উপাসনালয়। প্রতিদিন সন্ধ্যায় এখানে রাধাকৃষ্ণের আরতি ও ভক্তিমূলক কীর্তন অনুষ্ঠিত হয়। সেই পবিত্র স্থানে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থানীয়রা গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।