
চট্টগ্রাম সদরঘাটে সিদ্ধেশ্বরী দক্ষিণা কালী মায়ের মন্দিরে চুরি
তন্ময় মালাকার চট্টগ্রাম:
চট্টগ্রাম সদরঘাট এলাকার ঐতিহ্যবাহী শ্রীশ্রী সিদ্ধেশ্বরী দক্ষিণা কালী মন্দিরে গতকাল গভীর রাতে সংঘটিত হয়েছে এক হৃদয়বিদারক চুরির ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৮ নভেম্বর ২০২৫) গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মায়ের মাথার স্বর্ণের মুকুট ও রুপার মুকুট, মায়ের গায়ে থাকা পোড়ানো রুপার মুন্ডমালা, স্বর্ণালঙ্কার, দানবাক্সের প্রণামি, এবং পূজার সামগ্রীসহ নানা মূল্যবান দ্রব্য চুরি করে নিয়ে যায়।
সকালে মন্দিরের পুরোহিত ও সেবকরা এসে ঘটনাটি দেখতে পেয়ে হতবাক হয়ে পড়েন। এ ঘটনায় স্থানীয় এলাকায় চরম ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায় প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত ও চুরি হওয়া দেবসম্পদ উদ্ধারের দাবি জানিয়েছেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।