
বরগুনার আমতলীতে হিন্দু গৃহবধূকে দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণ — জগন্নাথ হলে বিক্ষোভ সমাবেশে বিচার দাবী
ঢাকা;
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে এক হিন্দু গৃহবধূ (৩৮) দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।
অভিযুক্ত সাইফুল ইসলাম হাওলাদার (২৫) ও ইমরান হাওলাদার (৩০) একই গ্রামের কুখ্যাত বখাটে হিসেবে পরিচিত। এ ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার হুমকি-ধামকিতে নিজেদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত জামিনে ছাড়া পেয়ে পুনরায় হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের ভিডিও ধারণে অভিযুক্ত তৃতীয় ব্যক্তি ইমরাজ হাওলাদারকেও গ্রেপ্তার করা হয়, তবে তার সহযোগীরাও এলাকায় ভয়-ভীতি ছড়াচ্ছে।
শনিবার রাতে মামলা করার পর ভুক্তভোগীকে বরগুনা জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন—
“আমরা এখন বাড়িতে ফিরতে ভয় পাচ্ছি। ওরা বলছে, তোরা হিন্দু, এই দ্যাশে থাকতে পারবি না।”
স্থানীয় সূত্র জানায়, আসামিদের পরিবার দীর্ঘদিন ধরেই এলাকায় নারী নির্যাতন ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত, কিন্তু প্রভাবশালীদের ছত্রছায়ায় তারা আইনের আওতার বাইরে ছিল।
🟧 ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ ও মানববন্ধন
ঘটনার নিন্দা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাধারণ শিক্ষার্থীবৃন্দ শনিবার রাত ১০টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেন।
বিক্ষোভ মিছিল জগন্নাথ হল থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন—
“বরগুনার এই ন্যাক্কারজনক অপরাধ শুধু একটি নারীর ওপর নয়, গোটা সমাজ ও মানবতার ওপর আঘাত। আমরা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
তারা আরো বলেন,
“ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিয়ে নিজ গৃহে ফিরিয়ে আনতে হবে। এই ঘটনা ধামাচাপা দিলে সেটি হবে রাষ্ট্রীয় ব্যর্থতা।”
⚖️ দাবি সমূহ
১️⃣ অভিযুক্ত সাইফুল ইসলাম, ইমরান হোসেন ও ইমরাজ হাওলাদারকে পুনরায় গ্রেপ্তার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
২️⃣ ভুক্তভোগী পরিবারকে পুলিশি নিরাপত্তা ও পুনর্বাসন দিতে হবে।
৩️⃣ নারী ও সংখ্যালঘু নির্যাতনমূলক অপরাধের ক্ষেত্রে জামিন সংস্কার প্রয়োজন।
৪️⃣ ধর্ষণ-ভিডিও ধারণ ও হুমকিদাতাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিতে হবে।
📢 প্রতিবাদে একতাবদ্ধ হোন
“ধর্ষকের বিচার চাই — ভুক্তভোগীর নিরাপত্তা চাই।”
“আমতলীর ধর্ষকদের ফাঁসি চাই — হিন্দু গৃহবধূর সম্মান ফেরাতে হবে।”
“ন্যায়বিচারই মানবতার প্রথম শর্ত।”