
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় দুই শতাধিক সনাতন ধর্মালম্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।
সাগর কর্মকার,রাজবাড়ী প্রতিনিধি:
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের আমতলা বাজারে স্থানীয়দের আয়োজনে ঐতিহাসিক জাতীয় ও সংহতি দিবস উপলক্ষে দলীয় প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠান শেষে তারা বিএনপিতে যোগ দেন।
বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, ওলামাদলের সহসভাপতি হাফেজ তাছির উদ্দিন, সদ্য যোগদানকৃত গোপাল বিশ্বাস, কুমারেশ সরকার, ভলেন মাতুব্বর প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন, বিএনপি জনগণের দল। আজ দেশের মানুষ পরিবর্তন চায়। এই যোগদান তারই প্রমাণ। আগামীর দিন গরিবদের দিন, সাধারণ মানুষের দিন, হিন্দু মুসলিমদের দিন। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও স্বাধীনতার পক্ষে কাজ করে।
বিএনপিতে যোগদান করে গোপাল বিশ্বাস ও ভলেন মাতুব্বর জানান, তারা জিয়াউর রহমানের আদর্শ ও নীতিকে আগের থেকেই পছন্দ করতেন। তাই তারা ব্যারিস্টার কাজী রহমান মানিকের হাতে ধানের শীষ ও ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।