
দশম গ্রেড দাবিতে কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ
নিজস্ব প্রতিবেদক:
রোববার (৯ নভেম্বর) থেকে এ কর্মবিরতি চলমান থাকায় সারাদেশের প্রায় ৬৫ হাজার বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও অব্যাহত রয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন।
তিনি জানান, দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি বাস্তবায়ন এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদেই এ কর্মবিরতি পালন করা হচ্ছে।
এর আগে বিকেলে শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপে বহু শিক্ষক আহত হন। শতাধিক শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন বলেও তিনি জানান। হামলার পর শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেন।
শিক্ষকদের দাবিগুলো হলো—
১) সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করা
২) উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান
৩) শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি এবং শিক্ষক সংখ্যা প্রায় ৩ লাখ ৮৪ হাজার। ফলে কর্মবিরতির কারণে বিদ্যালয়গুলোতে পাঠদান সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
এদিকে সহকারী শিক্ষকদের আরেকটি অংশ সরকারের কাছে ১৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। এ সময়ের মধ্যে অগ্রগতি না হলে তারা ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ধাপে ধাপে কর্মসূচি এবং ১১ ডিসেম্বরের মধ্যে সমাধান না হলে পরীক্ষা বর্জন ও আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছে।