মহা রাস পূর্ণিমায় ঢাকেশ্বরী মন্দিরে ভক্তিময় কীর্তন ও হরিসভা অনুষ্ঠিত

6h ago
VIEWS: 33

ঢাকা প্রতিনিধি :

পবিত্র শ্রীশ্রী রাধাকৃষ্ণের মহা রাস পূর্ণিমা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক অনন্য ভক্তিমূলক কীর্তন-মেলা ও হরিসভা। আয়োজনটি করে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ, যেখানে অংশ নেন রাজধানীর নানা প্রান্ত থেকে আগত হাজারো ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায়, ঢাকেশ্বরী মন্দিরের মূল প্রাঙ্গণে। শুরুতেই ভক্তরা প্রজ্বলিত প্রদীপ হাতে রাধাকৃষ্ণের আরাধনা করে সম্মিলিতভাবে নামসংকীর্তনে অংশ নেন। ইস্কন সদস্যবৃন্দ ও স্থানীয় কীর্তন দলের সমবেত গানে গোটা মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে "হরে কৃষ্ণ হরে রাম" ধ্বনিতে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সহ-প্রচার সম্পাদক শ্রী দীপ্ত সরকার, যিনি পুরো আয়োজনটি পরিচালনা করেন গভীর ভক্তি ও শৃঙ্খলার সঙ্গে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেব। তিনি বলেন,

> “রাস পূর্ণিমা আমাদের আত্মার সঙ্গে ভগবানের মিলনের প্রতীক। এই উৎসব কেবল ধর্মীয় নয়, এটি ভক্তির মাধ্যমে সমাজে ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়।”

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের সভাপতি শ্রী রঞ্জন কুমার দাস, সাধারণ সম্পাদক শ্রী রাজ ঘোষ রান্টু, সহ-সভাপতি শ্রী প্রজেশ দাস, এবং উপদেষ্টা শ্রী দিলীপ দাস ও শ্রী তারা গোয়ালা। তাঁরা সবাই ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এই উৎসব আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

ভক্তিময় পরিবেশে ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি ও কীর্তনের সুরে চারদিক ভরে ওঠে। কীর্তনের পাশাপাশি চলে গীত, ভজন ও শাস্ত্র পাঠ। ভক্তদের মধ্যে বিশেষভাবে আনন্দ ছড়ায় ছোট শিশুদের দলীয় নৃত্য ও কীর্তন পরিবেশনা।

অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়, যা প্রস্তুত করেন সংঘের সদস্যরা নিজের হাতে। সারি সারি ভক্ত প্রসাদ গ্রহণ করেন এক শান্ত, ঐক্যবদ্ধ ও আধ্যাত্মিক পরিবেশে।

মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের মুখে ছিল তৃপ্তির হাসি — যেন রাধাকৃষ্ণের প্রেমলীলার আবেশ ছড়িয়ে পড়েছিল ঢাকেশ্বরীর প্রতিটি কোণে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন