
বগুড়ার সোনাতলায় লিটন সাহার বাড়িতে ভয়াবহ ডাকাতি: শিং খুঁড়ে প্রবেশ, হাত-মুখ বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
HindusNews ডেস্ক | তারিখঃ ৯ নভেম্বর ২০২৫
বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের নগরপাড়া গ্রামে গতরাতে সংঘটিত হয়েছে এক ভয়াবহ ডাকাতির ঘটনা। স্থানীয়দের ভাষায়, এমন নিখুঁত পরিকল্পনায় ডাকাতি এই এলাকায় বহু বছর ধরেই দেখা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরপাড়া গ্রামের সনাতনী সম্প্রদায়ের সদস্য লিটন সাহার বাড়িতে গভীর রাতে একদল মুখোশধারী ডাকাত শিং খুঁড়ে (মাটির নিচ দিয়ে গর্ত করে) ঘরে প্রবেশ করে। বাড়ির সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। হঠাৎ ঘরের ভিতরে প্রবেশ করে তারা লিটন সাহা ও তার পরিবারের সদস্যদের ওপর অস্ত্র তুলে ধরে ভয়ভীতি প্রদর্শন করে। দেশীয় অস্ত্র ও ধারালো ছুরি দিয়ে জিম্মি করে তাদের হাত-মুখ বেঁধে ফেলে, যাতে কেউ চিৎকার বা প্রতিরোধ করতে না পারে।
লিটন সাহার স্ত্রী জানান, ডাকাতরা ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। তিনি আরও বলেন,
“সব কিছু খুব দ্রুত ঘটে যায়। আমরা শুধু চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু মুখ বাঁধা ছিল। বাচ্চারাও ভয় পেয়েছিল। তারা চলে যাওয়ার পর আমরা মুক্ত হয়ে বাইরে আসি।”
ডাকাতদের চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু ততক্ষণে তারা অন্ধকারে পালিয়ে যায়।
খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আশেপাশের এলাকায় সন্দেহভাজনদের খোঁজ চলছে।
এ ঘটনায় লিটন সাহা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে বগুড়ার বিভিন্ন হিন্দু পরিবারের ঘরে একের পর এক ডাকাতি ও চুরির ঘটনা ঘটছে, অথচ অপরাধীরা ধরা পড়ছে না। এতে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নগরপাড়া গ্রামের প্রবীণ বাসিন্দা শ্রী নিতাই চন্দ্র সাহা বলেন,
“আমরা রাতে ঘুমাতে ভয় পাচ্ছি। এইভাবে শিং খুঁড়ে ঘরে ঢোকা মানে তারা আগে থেকেই পরিকল্পনা করেছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”
সোনাতলা থানার ওসি (তদন্ত) জানিয়েছেন,
“ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ ও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
গ্রামের মানুষ এখন ভয়ে রাত জাগছে, কারণ এখনো পর্যন্ত ডাকাত দলের সদস্যদের কোনো হদিস পাওয়া যায়নি।